West Bengal WBCHSE 12th Result 2019: এক নজরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা, ফল জানুন wbresults.nic.in, wbchse.nic.in -র মাধ্যমে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ( Uchcha Madhyamik result 2019)-র ফলাফল প্রকাশিত হল। ৭৪দিনের মাথায় প্রকাশিত হল ফল। এ বছরের উচ্চমাধ্যমিক (WBCHSE 12th result 2019)-এ পাশের হার ৮৬.২৯%।

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। (প্রতীকী ছবি/(Photo Credits: Twitter)

কলকাতা,২৭মে: চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ( Uchcha Madhyamik result 2019)-র ফলাফল প্রকাশিত হল। ৭৪দিনের মাথায় প্রকাশিত হল ফল।  এ বছরের উচ্চমাধ্যমিক (WBCHSE 12th result 2019)-এ  পাশের হার  ৮৬.২৯%। ছেলেদের পাশের হার ৮৭.৪৪, মেয়েদের পাশের হার ৮৫.৩%।  এবার HS-এ যুগ্মভাবে প্রথম হলেন- বিজ্ঞান বিভাগের শোভন মণ্ডল ও রাজর্ষী বর্মন (৪৯৮ নম্বর, ৯৯.৬০%)। সোমবার রাজ্য জুড়ে পর্ষদের ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট সংশ্লিষ্ট স্কুলগুলি সংগ্রহ করতে পারবে তারপর বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইট, SMS এবং মোবাইল অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা ফলাফল জানতে পারবেন। মোট দশটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে www.wbresults.nic.in, wbchse.nic.in, www.wbresults.nic.in, www.exametc.com প্রভৃতি। চলতি বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৬ হাজার ২৮৩ জন। www.results.shiksha ওয়েবসাইট, ও অ্যাপের মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে। আজ রাত থেকেই অনলাইনে স্কুটিনির আবেদন করা যাবে।

এক নজরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা (প্রথম দশজন)

প্রথম স্থান (যুগ্ম) -শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন (প্রাপ্ত নম্বর ৪৯৮)

দ্বিতীয় স্থান (পাঁচজন) -সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ, ঋতম নাথ, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র ( প্রাপ্ত নম্বর ৪৯৬)

তৃতীয় স্থান (তিনজন) - বর্ণালী ঘোষ, মৃণ্ময় মণ্ডল, সুপ্রিয় শীল (প্রাপ্ত নম্বর ৪৯৪)

চতুর্থ স্থান (চারজন) - শ্রাবণ জানা, শ্রেয়সী সরকার, কমল দাস, অভিজিৎ সাহু (প্রাপ্ত নম্বর ৪৯২)

পঞ্চম স্থান (দশজন) - সৌরভ কবরী, তীর্থরাজ রায়, শীর্ষেন্দু রায়, পুষ্পেন্দু, সূর্যতপ বসু, সাগর সরকার, সত্যম কর, বীরেশ্বর ঘোষ, সহিতাগ্নি চট্টোপাধ্যায়, অর্ক দাস, পল্লব ঘোষ (প্রাপ্ত ৪৯১ নম্বর)

ষষ্ঠ স্থান (১৬জন) : পল্লব ঘোষ, কিরণ মণ্ডল, মোজাম্মেল হক, স্বর্ণজিৎ পোদ্দার, অর্পণ দাস, তিতলি মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সৌম্য সামন্ত, ধ্রুব মিত্র, স্নিগ্ধা বর্মণ, অত্রি বিশ্বাস, শঙ্খদীপ বেরা, স্বর্ণেন্দু পাল, অর্ধেন্দু ঘোষ, ময়ূখ মালি দাস, সায়ন বন্দ্যোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৪৯০)।

সপ্তম স্থান (১৫জন): সুনয়ন সরকার, সাফিদা খাতুন, সৈকত বেরা, স্বপ্নময় গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়, সায়ন্তন মুখোপাধ্যায়, রাজীব হাজরা, অয়ন মজুমদার, শুভ্রশঙ্খ দত্ত, রুপম দে, মৈনাক মান্না, সৃজিতা দাস, দেবরূপ সিনহা, সৌতম ভট্টাচার্য, সৌম্যদীপ পায়রা। (প্রাপ্ত নম্বর ৪৮৯)।

অষ্টম স্থান (২৪ জন): গৌরম সিংহ, ঋষিত ঘোষ, কুন্তল দাস, রাতুল সামন্ত, নীলমনি সাহা, সৃজিতা ঘোষ, নরিন খাতুন, শুভদীপ নন্দী, দেবজ্যোতি পাল, শুভম মাইতি, স্বপ্ননীল সেন, দেবপ্রিয়া সিল, মধুরিমা দত্ত, অয়ন চক্রবর্তী, আদিত্য বসু, কাজী ফৈয়দ আহমেদ, সাবন্তন সাহা, অভিজিত গুপ্তা, মৌলেন্দু কুন্ডু, ঋদ্ধিমান বিশ্বাস, সায়নী আলম, সৌমিক সরকার, ইশিতা চট্টোপাধ্যায়, শ্রেয়া দাস।। (প্রাপ্ত নম্বর ৪৮৮)

নবম স্থান (২৩ জন) : ইষিতা পাণ্ড, দিশিকা মান্না, সায়ন পাল, শুভম পাল, সোমা সাহা, কৌস্তব চক্রবর্তী, প্রিয়া মুরালি, সূর্যতপা সাঁতরা, মৈনাক জানা, অস্মিতা চট্টোপাধ্যায়, প্রীতিলতা রাজবংশী, সৌম্যদীপ খান, সুমন মাহাতো, সোমলগ্না চট্টোপাধ্যায়, হৈমন্তিকা কর্মকার, অনিকেত ঘোষ, দেব,ইতা দাস, মানস প্রতিম বিশ্বাস, নিলয় চক্রবর্তী, তৃষিতা হাসার, লক্ষীপ্রিয়া পতি, আয়ুষ পণ্ডিত। (প্রাপ্ত নম্বর: ৪৮৭)

দশম স্থান (২৬ জন): কমল সাহা, কোমল সিং, সাগর চন্দ, ধ্রুব নন্দী, সূর্য সরকার, অর্পন বন্দ্যোপাধ্যায়, দীপ প্রকাশ বসু, সুনন্দ মণ্ডল, আরজু সুলতানা, ঋতজিত সেন, প্রণব্রিতা মণ্ডল, সুশোভন পাল, অনুপম পাল, রৌম্যজিট সরকার, অগ্নিভ দাস, অনন্যা সিনহা, সুজস পাল, অয়নী নন্দী, অরবিন্দ পাঁজা, দীপ্তেশ পাল, প্রিয়া দে, মাফুজা খান, অত্রিদেব মণ্ডল, শ্রীমন্দী সাহা, অর্পিতা মৃধা, দেবজ্যোতি মাইতি। (প্রাপ্ত নম্বর: ৪৮৬)

অন্যান্য বিভাগে প্রথমরা-- রাকেশ দে কলাবিভাগে প্রথম। উর্দুতে প্রথম রাবেয়া আহমেদ, নেপালিতে জ্যোতিন গুপ্তা, শেয়াঙ্কা শেরপা, অলচিকি বিশ্বনাথ মান্ডি, অনিমা মুর্মু, সনকা হেমব্রম।