WB Panchayat Election Results 2023: কোন জেলায় ফল কেমন, দেখুন এক নজরে
নিরাপত্তার মধ্যে রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। গ্রাম বাংলার রায় কোন দিকে যায় তার অপেক্ষায় সবাই। ২২টি জেলার মোট ৩৩৯টি কেন্দ্রে চলছে গণনা। ব্যালটে ভোটগ্রহণ হওয়ায় স্বাভাবিকভাবেই ফল ঘোষণা হতে সময় লাগবে। ইভিএম-এ গণনার কাজটা অনেক দ্রুত সম্ভব হয়। ইভিএমে হলে দুপুরের আগে ফলাফল স্পষ্ট হত। কিন্তু ব্যালটে ভোট গণনা হওয়ায় সামগ্রিক ফল আসতে সন্ধ্যা হতে পারে।
এবারের পঞ্চায়েত নির্বাচনে ৭৩,৮৮৭টি আসনের মধ্যে ৯,০০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতি এবং ৯২৮টি জেলা পরিষদ আসনে ভোট হয়। মোট ৬১ হাজার ৩৪০টি বুথে হয় ভোটগ্রহণ। আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট
এখনও পর্যন্ত তৃণমূল ৬৮১, বিজেপি ৬৬টি, কংগ্রেস ৪৮ ও বামফ্রন্ট ১৮টি জেলা পরিষদ আসন দখল করেছে।
মোট গ্রাম পঞ্চায়েত আসন (9202/63229)
তৃণমূল: ৮৭৪২
বিজেপি: ২০২
বামফ্রন্ট: ১১২
আইএসএফ: ১
জেলাভিত্তিক
এক নজরে কোন জেলায় কেমন ফল
পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ৫০২
বিজেপি: ৩৪
অন্যান্য: ৬
বাঁকুড়া গ্রাম পঞ্চায়েত: (মোট আসন: ৩১১৯)
তৃণমূল ৫৯
বিজেপি ২১
সিপিএম ৫
নদিয়া গ্রাম পঞ্চায়েত (মোট আসন ৪০১১)
দক্ষিণ ২৪ পরগণা গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ১৯৪২
বিজেপি: ২০
বাম: ৪১
কংগ্রেস: ০
অন্যান্য: ০
উত্তর ২৪ পরগণা গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ৯৬৩
বিজেপি: ২৯
বাম: ৯
কংগ্রেস: ০
অন্যান্য: ০
পূর্ব বর্ধমান গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ৮৫৫
বিজেপি: ৬
বামফ্রন্ট: ৩৬
কংগ্রেস: ২
পুরুলিয়া গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ১১৩
বিজেপি: ৩৪
বাম: ৩৩
কংগ্রেস: ৭
অন্যান্য: ৪১
হুগলি গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: 398
বিজেপি: 30
বাম: 56
কংগ্রেস: 2
অন্যান্য: 4
মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ৫০২
কংগ্রেস: ১১২
বামফ্রন্ট: ৫০
বিজেপি: ৬
কোচবিহার গ্রাম পঞ্চায়েত:
তৃণমূল: ১৫৭
বিজেপি: ২২
আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত
তৃণমূল: ১০৭
বিজেপি: ২৫
বামফ্রন্ট: ৫
দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত
তৃণমূল: ২৬
বিজেপি: ১৫
বামফ্রন্ট: ১১
কংগ্রেস: ৫
আলিপুরদুয়ার জেলা পরিষদ:
তৃণমূল: ৯
বিজেপি: ৯
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)