CM Attends Bhasha Dibosh Programme: ভাষা দিবস উদযাপনের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

কলকাতায় ভাষাদিবস উদযাপনের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহিদের পুষ্পার্ঘ্য নিবেদন করলেন।

Mamata Banerjee Attends Bhasha Dibosh Programme (Photo Credit: PTI)

কলকাতা: বাঙালি জাতির জীবনে ২১-এ ফেব্রুয়ারি এক গৌরবময় দিন। আজ ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ (International Mother Language Day 2024)। বিশ্বজুড়ে আজ মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বাঙালি জাতির জন্য আজকের দিনটি আরও বিশেষ, কারণ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন বাঙালি তরুণরা। ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের ভাষা নীতির বিরোধিতা করেন। নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তাঁরা। দাবি ছিল, বাংলা ভাষাকে সেদেশের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। পুলিশ নির্মম অত্যাচার চালালেও তাঁদের প্রতিবাদ থামেনি।

আরও পড়ুন: Ukraine-Russia War: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করা ৩ ভারতীয়কে ‘দেশে ফেরান’, জয়শঙ্করকে আর্জি ওবেইসির

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর পুলিশ যে নির্মমভাবে গুলি চালায় তাতে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ আরও অনেক তরুণ শহিদ হন। কলকাতায় ভাষাদিবস উদযাপনের মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শহিদের পুষ্পার্ঘ্য নিবেদন করলেন।

দেখুন ভিডিও