West Bengal Assembly Elections 2021: উন্নয়নের ১০ বছরের 'রিপোর্ট কার্ড' নিয়েই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু তৃণমূলের

আর মাত্র কয়েকমাস, আগামী বছরেই রাজ্য়ে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly elections 2021)। তৃতীয়বার ক্ষমতার আসার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নির্বাচনের এখনও ৬ মাস বাকি থাকলেও তার রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে। এবার সরকারের সাফল্য তুলে ধরতে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে এই জোড়া কর্মসূচি শুরু করেছে শাসকদল তৃণমূল। মা মাটি মানুষের সরকারের এক দশকেরও বেশি সময়ের ‘রিপোর্ট কার্ড’ (Report card) প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। তাতে কয়েকটি দপ্তরের কাজের খতিয়ান প্রকাশ করা হয়েছে। এই ‘রিপোর্ট কার্ড’ নিয়েই দলের জনপ্রতিনিধিরা ঘুরবেন নিজের এলাকায়। সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন সরকারের কাজের খতিয়ান। এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গধ্বনি’।

তৃণমূল কংগ্রেস (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১৬ ডিসেম্বর: আর মাত্র কয়েকমাস, আগামী বছরেই রাজ্য়ে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly elections 2021)। তৃতীয়বার ক্ষমতার আসার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। নির্বাচনের এখনও ৬ মাস বাকি থাকলেও তার রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে। এবার সরকারের সাফল্য তুলে ধরতে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে এই জোড়া কর্মসূচি শুরু করেছে শাসকদল তৃণমূল। মা মাটি মানুষের সরকারের এক দশকেরও বেশি সময়ের ‘রিপোর্ট কার্ড’ (Report card) প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। তাতে কয়েকটি দপ্তরের কাজের খতিয়ান প্রকাশ করা হয়েছে। এই ‘রিপোর্ট কার্ড’ নিয়েই দলের জনপ্রতিনিধিরা ঘুরবেন নিজের এলাকায়। সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন সরকারের কাজের খতিয়ান। এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গধ্বনি’।

এক নজরে কী কী রয়েছে তৃণমূলের রিপোর্ট কার্ডে:

রিপোর্ট কার্ড পড়তে ও ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে ৯৫০টি দল। প্রায় আড়াই লাখ কিমি অঞ্চল ঘুরে দলটি গত ১০ বছরের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। মানুষই বিচার করবেন তাঁরা এই সরকারের আমল কী পেলেন আর কী পেলেন না।