Lok Sabha Elections 2024: পরাজয়ের ভয় পাচ্ছে তৃণমূল, দুর্গাপুরে দিলীপের 'চায়ে পে চর্চা' ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ বিজেপি প্রার্থীর

সোমবার সকালে দুর্গাপুরের ফুলমোড়ে 'চায়ে মে চর্চা'য় যোগ দেন বিজেপি প্রার্থী। এলাকায় দিলীপ পৌছনোর পরেই তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলা হয় বলে অভিযোগ।

Dilip Ghosh (Photo Credits: X)

দুর্গাপুর, ৮ এপ্রিলঃ সোমবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা চক্র ঘিরে তুমুল উত্তেজনা। বিজেপি নেতাকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এদিন সকালে দুর্গাপুরের ফুলমোড়ে 'চায়ে পে চর্চা'য় যোগ দেন বিজেপি প্রার্থী। এলাকায় দিলীপ পৌছনোর পরেই তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলা হয় বলে অভিযোগ। যদিও পালটা দিলীপের যুক্তি, 'বিজেপির প্রচারে তৃণমূল ভয় পাচ্ছে। কিন্তু বিজেপিকে এইভাবে আটকানো যাবে না'।

এদিন দিলীপের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা এবং স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, ধ্বস্তাধস্তি শুরু হয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার একটি ভিডিয়োও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিলীপকে উত্তেজনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। তবে ভোটের মুখে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর বিচরণ সত্ত্বেও কেন বারেবারে রাজনৈতিক গোষ্ঠী কোন্দল লাগছে সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

শুনুন কী বললেন দিলীপ... 

শনিবার রাতেই হুগলির এক কালিপুজো দেখে ফেরার পথে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলেন তারা। সেই প্রসঙ্গ তুলে এদিন দিলীপ বলেন, বিজেপির প্রচারে তৃণমূলের চিন্তা বাড়ছে। এখন থেকেই পরাজয়ের অনুভূতি শুরু হয়ে গিয়েছে তাঁদের। তাই এইভাবে হামলা করে বিজেপিকে রোখার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু তাতে কোন লাভ হবে না।