Abhishek Attack BJP: ম্যারাথন জেরার পরে ইডি নয় বিজেপিকেই আক্রমণ অভিষেকের, দেখুন ভিডিয়ো

বুধবার ছিল ইন্ডিয়া বিরোধী জোটের সমম্বয় কমিটির বৈঠক। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে না গিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Photo Credits: ANI

কলকাতা: বুধবার ছিল ইন্ডিয়া বিরোধী জোটের সমম্বয় কমিটির বৈঠক। কিন্তু ইডির (ED) তলবে সাড়া দিয়ে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে না গিয়ে কলকাতার (Kolkata) সিজিও কমপ্লেক্সে (CGO Complex) এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (TMC MP and national general secretary Abhishek Banerjee)। সেখানে তাঁকে ৯ থেকে ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করেন ইডির তদন্তকারীরা। তারপর বাইরে বেরিয়ে ইডিকে নয় বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন অভিষেক।

ইডির জেরার প্রসঙ্গে তিনি বলেন, "আমি বারবার বলেছি যে ওনারা নিজেদের ও আমার অযথা সময় নষ্ট (wasting time) করছেন। তবে এতে অবশ্য তদন্তকারীদের কোনও দোষ (fault) নেই। তাঁরা নিজেদের কর্তব্য (duty) করছেন। এমনকী ৯-১০ ঘণ্টা জেরার পরেও ফলাফল শূন্য (zero conclusion)। প্রতিবার আমাকে প্রশ্ন করার জন্য ডাকা হয় আর ফল সেই একই হয়। যারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না তারা সংস্থাগুলির এইভাবে অপব্যবহার (politically misuse) করছে। তবে যতবার আমাদের হেনস্থা (harass) করা হবে ততবার জনগণ তৃণমূল কংগ্রেসকেই (Trinamool Congress) সমর্থন (support) করবে।" আরও পড়ুন: HC On Maintenance To Wife: স্ত্রী ও দুই মেয়ের ভরণপোষণের জন্য মাসিক ৪ হাজার টাকা খোরপোষ যথেষ্ট নয়, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের