শোভন চ্যাটার্জির সঙ্গে সব্যসাচী দত্তও আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা

কলকাতা, বিধাননগর। রাজ্যের দুই হাইপ্রোফাইল পুরসভার প্রাক্তন মেয়রদের হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দুই বিধায়ক শোভন চ্যাটার্জি, সব্যসাচী দত্ত আজ যোগ দিচ্ছেন বিজেপিতে। নয়া দিল্লিতে বিজেপি-র সদর দফতরে যোগ দিচ্ছেন বেহালা পূর্বের বিধায়ক শোভন চ্যাটার্জি ও রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত।

দিদির হাত ছাড়লেন শোভন। (Photo Credits: Facebook)

কলকাতা, ১৪ অগাস্ট: কলকাতা, বিধাননগর। রাজ্যের দুই হাইপ্রোফাইল পুরসভার প্রাক্তন মেয়রদের হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। অন্তত জল্পনা এমনটাই। তৃণমূলের দুই বিধায়ক শোভন চ্যাটার্জি (Sovon Chatterjee), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) আজ যোগ দিতে চলেছেন বিজেপি (BJP)-তে। এমন খবর নিয়ে রাজ্য রাজনীতি  তোলপাড়। যদিও সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিচ্ছেন এমন নিশ্চিত খবর নেই।  বেহালা পূর্বের বিধায়ক-কাউন্সিলের শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁর বন্ধু বৈশাখী ব্যানার্জিও এমন খবর গতকাল রাত থেকেই ছিল।

আজ দুপুরে সংবাদসংস্থা ANI- জানায়, শোভনের সঙ্গে সব্যসাচী দত্তও আজই বিজেপিতে যোগ দিতে পারেন। বিধাননগরের মেয়র  পদ থেকে সরিয়ে দেওয়ার পরই পরিষ্কার হয়ে যাচ্ছিল সব্যসাচী দল ছাড়বেন। আরও পড়ুন-সাহসিকতাকে কুর্নিশ, স্বাধীনতা দিবসে বীর চক্র পাচ্ছেন অভিনন্দন বর্তমান

মুকুল রায়ের সঙ্গে বহু চর্চিত আলুর দম সহকারে বৈঠকে বোঝা গিয়েছিল সব্যসাচীর মন বিজেপিতে চলে গিয়েছে। তবে সেটা স্বীকার করছিলেন না বিধাননগরের প্রাক্তন মেয়র। যদিও জল্পনা ছিল যে কোনও দিন সব্যসাচী বিজেপিতে যোগ দেবেন।

এদিকে, শোভন-বৈ.শাখীর বিজেপিতে যোগদানের রাজ্য বিজেপি-র শীর্ষ নেতা দিলীপ ঘোষ জানালেন, "শোভন চ্যাটার্জি- বৈশাখী মুখার্জি বিজেপিতে যোগদানের করার প্রসঙ্গে আমিও শুনেছি। শোভনবাবুর বেশ অভিজ্ঞ নেতা এলে, ওর মত নেতা আমাদের দলের এসে কাছ করলে তা বিজেপি-র লাভ হবে। যদি ওরা আমাদের দলে যোগ দেন তাহলে স্বাগত।"

পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূলের অনেক নেতা বিজেপিতে যোগ দিতে চাইলেও, পুলিস কেসের ভয় দেখিয়ে রাজ্যের শাসক দল তাদের আটকে দিচ্ছে। তৃণমূল থেকে বিজেপি-তে আসার ব্যাপারে আগের চেয়ে অনেক সর্তক পদ্মশিবিরের রাজ্য নেতারা। মনীরুল ইসলামের কাণ্ডে মুকুল রায়ও বুঝে গিয়েছেন, সবাই আসতে চাইলেই তাকে স্বাগত জানানো যাবে না।

শোভন চ্যার্টাজির ব্যক্তিগত-পারিবারিক সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। তার চেয়ে দক্ষিণ ২৪ পরগনায় দীর্ঘদিন বড় পদে কাজ করা শোভনকে দলে নিয়ে এই জেলায় আধিপত্য বিস্তার করতে মরিয়া বিজেপি। মিডিয়া রিপোর্টে প্রকাশ, শোভনকে মেয়র পদপ্রার্থী করা হতে পারে। বেহালা থেকে বিধানসভা নির্বাচনেও দাঁড় করানো হতে পারে। বৈশাখীকে দলের মহিলা সংগঠনে কাজে লাগানো হতে পারে।

গতকাল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চ্যাটার্জি। তারপর তিনি দিল্লি উড়ে যান বলে খবর। তখন থেকেই জল্পনা শুরু হয় আজ, বুধবারই হয়তো বিজেপিতে যোগ দেবেন শোভন। লোকসভা ভোটের আগে শোভনকে সেভাবে গুরুত্ব দেয়নি তৃণমূল। তবে এখন তাঁকে ফের দলের হয়ে কাজ করানোর চেষ্টা করা হয়। কিন্তু শোভন তৃণমূল নেতাদের অনুরোধ না রেখে হয়তো বিজেপিতেই যাচ্ছেন।