Junior Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা, তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়েছে। ফের শাসক দলের নেতার তীর্যক মন্তব্যের শিকার হলেন আন্দোলনরত চিকিৎসকেরা।

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়েছে। ফের শাসক দলের নেতার তীর্যক মন্তব্যের শিকার হলেন আন্দোলনরত চিকিৎসকেরা। শনিবার সোশ্যাল মিডিয়ার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর (Narayan Goswami) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে তিনি এই প্রতিবাদকে তীব্র সমালোচনা করেছেন। তাঁর কথায়, প্রথমদিকে আন্দোলন ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু ১৪ অগাস্টের পর এই আন্দোলন রিমোট দ্বারা পরিচালিত হতে শুরু করে। আর এই আন্দোলনের রিমোট হয় আলিমুদ্দিন বা মুরলীধন সেন লেনে ছিল।

প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন নিয়ে রাজনৈতিক তরজা দীর্ঘদিন ধরেই চলছে। জুনিয়র চিকিৎসকের মৃত্যুর পর বিচারের দাবি এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে জোড়ালো আন্দোলন শুরু করেছিল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। প্রথমে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরবর্তীকালে ধর্মতলা চত্বরে আমরণ অনশন। শেষে বাধ্য হয়ে রাজ্য সরকার তাঁদের সঙ্গে বৈঠকে বসে এবং সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেয়। তবে এই আন্দোলনকে বিজেপি বা সিপিএমের সমর্থনে হচ্ছে বলে প্রথম থেকেই দাবি করছে তৃণমূল কংগ্রেস।



@endif