Kunal Ghosh: বিজেপির পার্টি অফিস থেকে স্থানীয় নেতার দেহ উদ্ধার, তৃণমূলের হাত নেই বলে দাবি কুণালের
দলীয় পার্টি অফিস থেকে উদ্ধার বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের মৃতদেহ। জানা যাচ্ছে, শুক্রবার রাতে উস্তি থানা এলাকার আটপাড়ায় বিজেপি পার্টি অফিস থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ।
দলীয় পার্টি অফিস থেকে উদ্ধার বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের (Prithviraj Naskar) মৃতদেহ। জানা যাচ্ছে, শুক্রবার রাতে উস্তি থানা এলাকার আটপাড়ায় বিজেপি পার্টি অফিস থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমল নেতারাই চক্রান্ত করে মেরেছে তাঁকে। কারণ কয়েকদিন আগেই আরজি করের ঘটনা নিয়ে এলাকায় জোড়ালো প্রতিবাদ করেছিলেন পৃথ্বীরাজ। এমনকি বিচারের দাবিতে পোস্টারও দিয়েছিলেন তিনি। তাই রাজনৈতিক প্রতিশোধ তুলতে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল।
যদিও তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, "এই ঘটনার সঙ্গে শাসক দল কোনওভাবেই জড়িত নয়। তাঁর যুক্তি, দেহ বিজেপির পার্টি অফিস থেকে পাওয়া গিয়েছে। ওরাই পৃথ্বীরাজকে মেরেছে কিনা সেটা তদন্ত এগোলে জানা যাবে। আমার কাছে খবর আছে যে ওই নেতার যৌনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। সম্ভবত, কাউকে ধর্ষণ বা একাধিক সম্পর্কের টানাপোড়েনের কারণেই তাঁর মৃত্যু হতে পারে। তদন্ত হলে এই ঘটনার মূল অভিযুক্ত অবশ্যই গ্রেফতার হবে"।