Kunal Ghosh: নিশীথ প্রামাণিক, অধীর চৌধুরী ও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি-কে একযোগে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন কুণাল ঘোষের বক্তব্য
শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি-কে একযোগে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
কলকাতা: শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি-কে একযোগে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (TMC leader Kunal Ghosh)। আরও পড়ুন: ED Attacked in West Bengal: 'আজ জখম হয়েছেন কাল খুন হতে পারেন', সন্দেশখালির ঘটনায় ইডি-কে সতর্ক করলেন অধীর
এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, "নিশীথ প্রামাণিককে অবিলম্বে গ্রেফতার (arrest) করা উচিত। তাঁর নিজেরই আত্মসমর্পণ (surrender) করা দরকার। বিচারপতি গাঙ্গুলি (Justice Ganguly) শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণ (wishlist) করতে চাইছে। তাঁরও অবিলম্বে বিচারপতির পদ থেকে পদত্যাগ (resign) করে সিপিএমের বিগ্রেডে (brigade of CPM) যোগ দেওয়া উচিত। আর অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) তো বিজেপির (BJP) একজন এজেন্ট (agent)।" আরও পড়ুন: Bomb Threat at Indian Museum: বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে জাদুঘর, সাত সকালে হুমকি ইমেল কলকাতা পুলিশকে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
দেখুন ভিডিয়ো: