Royal Bengal Tiger Cubs: রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি, আজই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে জন্ম নিল তিনটি ব্যাঘ্র শাবক
শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আজই জন্ম নিল রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি ব্যাঘ্র শাবক (Tiger Cubs)। বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি। এনিয়ে এই সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল সাত। শাবকের মায়ের নাম শীলা (Tigress Sheela), বাবা বিভান। বেঙ্গল সাফারির এক আধিকারিক জানিয়েছেন, এদিন ভোর পৌনে পাঁচটা থেকে সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে ওই তিন শাবকের জন্ম হয়েছে।
শিলিগুড়ি, ১২ অগস্ট: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আজই জন্ম নিল রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি ব্যাঘ্র শাবক (Tiger Cubs)। বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি। এনিয়ে এই সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল সাত। শাবকের মায়ের নাম শীলা (Tigress Sheela), বাবা বিভান। বেঙ্গল সাফারির এক আধিকারিক জানিয়েছেন, এদিন ভোর পৌনে পাঁচটা থেকে সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে ওই তিন শাবকের জন্ম হয়েছে। শীলার অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ মিলতেই, তার স্বাস্থ্যের ওপর ক্রমাগত নজর রাখছিলেন সাফারি আধিকারিকরা। বছর তিনেক আগে শীলা জন্ম দেয় তিনটি শাবকের। মুখ্যমন্ত্রী তাদের নাম রাখেন কিকা, ইকা, রিকা। পরে অসুস্থতার কারণে একটি শাবক মারা যায়।