IPL Auction 2025 Live

Amit Shah: ২০২৪ লোকসভা ভোটে বাংলায় বিজেপিকে ৩৫ আসনে জেতানোর ডাক অমিত শাহের

বীরভূমের জনসভায় দাঁড়িয়ে শাহ বললেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরলে আর কেউ বাংলায় রাম নবমীর মিছিলে হামলা করতে পারবে না।

Photo Credits: ANI

গতবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি জিতেছিল ১৮টি-তে। এবার সেখানে ৩৫টি আসনে জয় চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমে দাঁড়িয়ে অমিতের আবেদন, ২০২৪ লোকসভা বাংলায় বিজেপিকে ৩৫টি আসনে জেতান। ২০২৪ লোকসভা বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেন, ২০২৫-এ রাজ্যে আর তৃণমূল সরকার থাকবে না। বীরভূমে দাঁড়িয়ে জনসভায় এমন বক্তব্যই রাখলেন শাহ।

বাংলায় এসে রাম নবমীর অশান্তি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের জনসভায় দাঁড়িয়ে শাহ বললেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরলে আর কেউ বাংলায় রাম নবমীর মিছিলে হামলা করতে পারবে না। বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে বিজেপিকে দরকার। আর তাই ২০২৪ লোকসভায় বাংলা থেকে ৩৫টি আসনে বিজেপিকে জেতানোর আবেদন করলেন অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, নেতা-মন্ত্রী জেলে যাওয়া নিয়েও জোর কটাক্ষ করলেন শাহ। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপি নেতাদের চাঙ্গা করতে বীরভূমের জনসভায় বেশ আক্রমণাত্মক দেখাল শাহকে। আরও পড়ুন-আজ থেকে দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যাবে! আশঙ্কা আপ মন্ত্রী আতিশির

দেখুন ভিডিয়ো

আজ, শুক্রবার দুপুরে দুর্গাপুর বিমানবন্দরে নামেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজমুদার সহ দলীয় নেতা, কর্মী, জন প্রতিনিধিরা। দু দিনের সফরে বাংলায় এসেছে শাহ। আজই বিকেলেই তিনি বীরভূম থেকে কলকাতায় এসে দক্ষিণেশ্বর যাবেন।