Kolkata Metro: ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, পরিষেবা ব্যাহত হওয়ায় ছুটির দিনেও ভোগান্তির শিকার যাত্রীরা

সামনেই বড়দিন। তার আগে রবিবারে ছুটির মেজাজে শহরবাসী। আর এই উৎসবের মরসুমে শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি।

Kolkata Metro (Photo Credits: X)

সামনেই বড়দিন। তার আগে রবিবারে ছুটির মেজাজে শহরবাসী। আর এই উৎসবের মরসুমে শোভাবাজার মেট্রো স্টেশনে (Sovabazar Metro Station) আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি। জানা যাচ্ছে, রবিবার বিকেল ৪টে ১০ মিনিটে কবি সুভাষগামী একটি মেট্রো ঢুকছিল। তখনই আচমকা ঝাঁপ দেয় ওই ব্যক্তি। তড়িঘড়ি আপৎকালীন ব্রেক কষেন চালক। অন্যদিকে থার্ড লাইনে বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্যাক্তিকে উদ্ধার করতে লাইনে নেমে পড়েন মেট্রোর নিরাপত্তা বাহিনী। খবর দেওয়া হয় শ্যামপুকুর থানায় ও দমকলে। যদিও লোকটি বেঁচে রয়েছেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

যদিও এই কারণে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল ব্যাহত ছিল। প্রায় ২৫ মিনিট দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্টো চলাচল বন্ধ ছিল। যদিও সেন্ট্রাল থেকে আবার মেট্রো স্বাভাবিক নিয়মেই চলছিল। তবে এই ঘটনার কারণে ছুটির দিনেও মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলে। একাধিক মেট্রোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল।