Kolkata Rain: কাটছে নিম্নচাপ, বৃষ্টি কমবে শহরে, আজ দিনভর মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
বর্ষার কারণে মঙ্গলবার শহরের তাপমাত্রাও ছিল কম।
কলকাতা, ৩ জুলাই, ২০১৯: ঝিরঝিরে বৃষ্টিতে (Rain) আজ ঘুম ভেঙেছে শহরের। সকাল থেকেই আকাশের মুখ ভার। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তবে এই মনোরম আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছ আবহাওয়া দফতর(Weather Office) । বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দাপট কমবে বলেই মনে করছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ক্রমশ সরতে শুরু করেছে ওড়িশা ও ছত্তিশগড়ের দিকে।
নিম্নচাপের প্রভাব খানিকটা বুধবারও থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal)জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে কমবে। ফের গরম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে রাজ্যে। আরও পড়ুন, রাস্তায় নমাজ পড়া রুখতে বালির ডবসন রোডে হনুমান চাল্লিশা পাঠ বিজেপি যুব মোর্চার
বর্ষার কারণে মঙ্গলবার শহরের তাপমাত্রাও ছিল কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা নামে ৩২.১ ডিগ্রি সেলসিয়াসে। রাতের পারদ, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জেরে রোদের উত্তাপ মালুম না হলেও, আপেক্ষিক আর্দ্রতার দাপটে গুমোট ভাব ছিল অব্যাহত।