TMC MLA: নবান্ন-রাজভবনের জট কাটিয়ে শুক্রবারই শপথ সায়ন্তিকা ও রেয়াতের

এদিন দুপুর দুটো থেকে শুরু হবে বিধানসভার দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস নন, রাজ্যপাল দ্বারা নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার দুই নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন

Sayantika Banerjee and Reyath Husain Sarkar (Photo Credits: X)

বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হওয়া দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নবান্ন এবং রাজভবনের মধ্যে তৈরি হওয়া জট এবার খুলতে চলেছে। শুক্রবারই শপথ নিতে চলেছেন বরানগর থেকে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং ভগবানগোলা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার (Reyath Husain Sarkar)। এদিন দুপুর দুটো থেকে শুরু হবে বিধানসভার দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোস নন, রাজ্যপাল দ্বারা নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার দুই নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন বলে বিধানসভা সূত্রে খবর।

রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এখন রয়েছেন দিল্লিতে। পশ্চিমবঙ্গে তাঁর দিন ফুরিয়ে আসছে বলে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যপাল হিসাবে বোসের 'ব্যক্তিগত আচরণ' নিয়ে অসন্তুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লি সূত্রে খবর, বাংলার রাজ্যপাল পদে বোসকে সরিয়ে অন্য কাউকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তবে ওই পদে কাকে আনা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। রাজ্য সরকারের 'কাজকর্ম' কিংবা 'সিদ্ধান্তের' বিরোধিতা করে যখনই রাজ্যপাল প্রশ্ন তুলেছেন তখন তখনই রাজ্যপালকে 'কোনঠাসা' করা হয়েছে। এই অচলবস্থার পরিস্থিতি থেকে রেহাই পেতে বোসের বদলিই একমাত্র পথ হিসাবে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।