Sandeshkhali: পাগড়ি পরা অফিসারকে 'খালিস্তানি' বলে তকমা, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, পাগড়ি পরা মানেই বিজেপির কাছে সবাই খালিস্তানি। এই ঘটনার তীব্র নিন্দা করছি বলেও জানান মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে(Sandeshkhali) এক পাগড়ি পরা আইপিএস অফিসারের সঙ্গে মঙ্গলবার বাদানুবাদে জড়ান বিজেপি (BJP) নেত্রী অগ্নিমিত্রা পাল। সন্দেখালিতে ওই পাগড়ি পরা পুলিশ অফিসারকে দেখে খালিস্তানি বলে আক্রমণ করেন বিজেপি নেত্রী। এরপর ওই পুলিশ অফিসারের সঙ্গে অগ্নিমিত্রার বাদানুবাদ শুরু হয়ে যায়। ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, 'পাগড়ি পরা মানেই বিজেপির কাছে সবাই খালিস্তানি। এই ঘটনার তীব্র নিন্দা করছি' বলেও জানান মুখ্যমন্ত্রী। শিখ পুলিশ অফিসারকে দেখে যে শব্দ প্রয়োগ করেছেন অগ্নিমিত্রা, তার বিরুদ্ধে সরব সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষও। কলকাতায় ইতিমধ্যেই শিখ সম্প্রদায়ের মানুষ বিজেপি নেত্রীর খালিস্তানি বক্তব্যের বিরোধিতা করে প্রতিবাদে সরব হয়েছেন।
আরও পড়ুন: Sandeshkhali: শেষে সন্দেশখালিতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, সঙ্গী বিধায়ক শঙ্কর ঘোষ
দেখুন কী লিখলেন মুখ্যমন্ত্রী...
মঙ্গলবার সন্দেশখালিতে হাজির হন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির নেতা, নেত্রীরা। প্রথমে তাঁদের আটকানো হলেও, পরে রাজ্যের বিরোধী দলনেতাকে সন্দেশখালিতে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। ধামাখালিতে বিজেপি নেতাদের আটকানো হলে,সেখানে ওই পাগড়ি পরা পুলিশ অফিসারের সঙ্গে অগ্নিমিত্রা পালের তর্ক শুরু হয়। সেখানেই প্রশাসনের ওই আধিকারিককে দেখে 'খালিস্তানি' বলে অগ্নিমিত্রা আক্রমণ করেন বলে অভিযোগ।