Sagar Dutta Medical College And Hopsital: কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজকে COVID হাসপাতাল করে তোলার ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো এবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলা হল। সাগর দত্তে করোনা চিকিৎসার জন্য মূল বিল্ডিংয়ের ৫০০ বেডই নিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে করোনা চিকিৎসায় জন্য যথাযথ পরিকাঠামো গড়ে তুলতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানায় হাসপাতাল।

কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ (Pcicture Source: Wikimedia Commons)

কলকাতা, ৭ জুন: রাজ্যে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো এবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে করোনা হাসপাতাল (Sagar Dutta Medical College And Hopsital) হিসেবে গড়ে তোলা হল। সাগর দত্তে করোনা (COVID) চিকিৎসার জন্য মূল বিল্ডিংয়ের ৫০০ বেডই নিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে করোনা চিকিৎসায় জন্য যথাযথ পরিকাঠামো গড়ে তুলতে এক সপ্তাহ সময় লাগবে বলে জানায় হাসপাতাল।

বিটি রোডের ওপর কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এখানে ৫০০ টি বেডের বন্দোবস্ত রয়েছে। এই মুহূর্তে সেখানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় ২৮০ জন রোগী ভরতি রয়েছেন। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য বিজ্ঞপ্তি আসে। এরপর কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। করোনা আক্রান্ত যে সব রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকবে তাঁদেরই ভরতি করানো হবে এখানে। হাসপাতালে এই মুহূর্তে ভেন্টিলেটরের সংখ্যা ১৬ থেকে ১৮টি। অর্থাৎ একসঙ্গে প্রায় ১৮ জনকে ভেন্টিলেশনে রাখা সম্ভব। আরও পড়ুন, আইসোলেশনে থাকা রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত সাগরদত্ত মেডিকেল কলেজ, ভাঙচুর

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, হাসপাতালের সুপার পলাশ দাস জানিয়েছেন, ”এই মুহূর্তে যে রোগীরা ভরতি, তাঁদের শারীরিক পরীক্ষার পর যাঁরা অনেকটা সুস্থ হয়ে উঠছেন, তাঁদের বাড়িতে পাঠানো হবে। বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। COVID হাসপাতাল হিসেবে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। তার জন্য সপ্তাহখানেক সময় লাগবে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।” এর আগে এই হাসপাতালেরই বেশ কয়েকজন নার্স, টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী সুপারকেও থাকতে হয়েছিল কোয়ারেন্টিনে।



@endif