RG Kar Incident: নিরাপত্তার ব্যাপক ত্রুটি, আরজি কর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কিছুটা সময় দিতে অনুরোধ মহিলা কমিশনের প্রতিনিধির

আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ডেলিনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার খামতির কথা তুলে ধরলেন। বললেন, এখানে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি রয়েছে।

NCW member Delina Khongdup (Photo Credits: ANI)

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে সোমবারই রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে সোজা লালবাজার যান কমিশের দুই প্রতিনিধি ডেলিনা খংডুপ এবং প্রবীণ সিং। পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার সঙ্গে কথা বলেন। গোটা ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ডেলিনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার খামতির কথা তুলে ধরলেন। বললেন, এখানে নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি রয়েছে। তবে পাশাপাশি

আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির ডাক, ওপিডির বন্ধ দরজা ধাক্কা দিচ্ছে অসহায় রোগীরা

আরজি কর হাসপাতাল থেকে সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি জানালেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গোটা ঘটনার বিশদ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট শীঘ্রই জমা দেওয়া হবে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পাশাপাশি তিনি এও জানালেন, সোমবারই পুলিশ এখনও অবধি তদন্তের বিশদ রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়েছে। যা খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই ডেলিনা অভিযোগ করেন, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় বিশাল ত্রুটি রয়েছে। এই বিষয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। কর্তৃপক্ষের তরফে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তবে তার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষকে কিছুটা সময় দিতে হবে বলেও জানান তিনি।

দেখুন...

গতকালই রাজ্যে এসে নিহত পড়ুয়া চিকিৎসকের মা-বাবার সঙ্গে দেখা করতে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। এদিকে জাতীয় মহিলা কমিশনের সদ্য প্রাক্তন চেয়ারপার্সন রেখা শর্মা () আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। ঘটনার তদন্তভার যত দ্রুত সম্ভব সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।