RG Kar Hospital: 'চিকিৎসকের দেহ রক্তে মাখামাখি ছিল, তাঁকে ফাসানো হচ্ছে', দাবি Sanjay Roy-এর, রিপোর্ট
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পলিগ্রাফ পরীক্ষার সময়ও সঞ্জয় রায় যে নির্দোষ, তা প্রমাণ করে। সঞ্জয় রায়কে ১০ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে মহিলাকে খুনের অভিযোগের পরে সে কী করে, তা সিবিআইকে জানিয়েছে৷ এমনকী, সঞ্জয় ওই চিকিৎসককে ৯ অগাস্ট রাতে খুন করেনি বলে সিবিআইয়ের সামনে দাবি করে।
কলকাতা, ২ সেপ্টেম্বর: আরজি করে (RG Kar) চিকিৎসক ধর্ষণ, খুন-কাণ্ডে এবার বিস্ফোরক দাবি অভিযুক্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy)। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রায় তার আইনজীবী কবিতা সরকারকে জানিয়েছে, সে যখন চিকিৎসককে দেখে, সেই সময় তাঁর দেহ রক্তে মাখামাখি অবস্থায় ছিল। সে কিছু করেনি। তাকে ফাঁসানো হচ্ছে বলেও আইনজীবীর কাছে দাবি করে সঞ্জয়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পলিগ্রাফ পরীক্ষার সময়ও সঞ্জয় রায় যে নির্দোষ, তা প্রমাণ করে। সঞ্জয় রায়কে ১০ টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার মধ্যে চিকিৎসককে খুনের অভিযোগের পরে সে কী করে, তা সিবিআইকে জানিয়েছে৷ এমনকী, সঞ্জয় ওই চিকিৎসককে ৯ অগাস্ট রাতে খুন করেনি বলে সিবিআইয়ের সামনে দাবি করে। যদিও লেটেস্টলি ডট কমের তরফে সঞ্জয়ের এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, পলিগ্রাফ টেস্টের সময় সঞ্জয় রায় দাবি করে, ৯ অগাস্ট রাতে সে যখন হাসপাতালের সেমিনার রুমে ঢোকে, সেই সময় ওই চিকিৎসক তরুণী অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিলেন।
পাশাপাশি ৯ অগাস্ট রাতে ওই চিকিৎসক তরুণীকে রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেখতে পায়। যা দেখে সে ভয় পেয়ে যায় এবং এক দৌঁড়ে সেমিনার রুম থেকে বেরিয়ে যায় বলে পলিগ্রাফ টেস্টে দাবি করে সঞ্জয় রায় নামের ওই সিভিক ভলান্টিয়ার। এমনকী ওই চিকিৎসক তরুণীকে সে চিনত না। তাকে ফাঁসানো হচ্ছে বলেও সঞ্জয় দাবি করছে বলে খবর। সঞ্জয়ের আরও দাবি. ওই ঘটনার পর সে পুলিশকে কিছু জানায়নি ভয়ে। তাকে কেউ বিশ্বাস করতে না। এই ভয়েই সে চুপ করে ছিল বলে দাবি সঞ্জয়ের।
এরপরই সঞ্জয়ের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। খুনি অন্য কেউ। নিরাপত্তার ঘাটতি ছিল হাসপাতালে। সেই সুযোগে কেউ ওই কাজ করে, সঞ্জয়ের উপর দোষ চাপাতে চাইছ