TET: রাজ্যে প্রাথমিকে টেট ১১ ডিসেম্বর
প্রাথমিকে টেট পরীক্ষার দিন ঘোষণা। রাজ্যে ১১ ডিসেম্বর হবে প্রাথমিকে টেট পরীক্ষা। আজ থেকেই শুরু অনলাইনে টেটের আবেদন। পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ধরতে বায়োমেট্রিক ব্যবস্থা করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা, ২১ অক্টোবর: প্রাথমিকে টেট পরীক্ষার দিন ঘোষণা। রাজ্যে ১১ ডিসেম্বর হবে প্রাথমিকে টেট পরীক্ষা। আজ থেকেই শুরু অনলাইনে টেটের আবেদন। পরীক্ষা কেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ধরতে বায়োমেট্রিক ব্যবস্থা করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর টেট হবে। এবছর নতুন চাকরিপ্রার্থীদের জন্য টেটও নেওয়া হবে।
প্রাথমিক নিয়োগে দু্র্নীতির অভিযোগে এখনও মামলা চলছে হাইকোর্টে। এদিকে, হাইকোর্টের নির্দেশে করুণাময়ীতে পর্ষদের অফিসে সামনে ১৪৪ ধারা জারি করেছে পুলিস। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর রণকৌশল বদলে ফেলেন আন্দোলনকারীরা। আরও পড়ুন- কালীপুজোয় ২ দিন, ছটে ২ দিন ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগের জায়গা থেকে খানিকটা পিছিয়ে গেলেন তাঁরা। সবাই একসঙ্গে নয়, চারজনের দল তৈরি করে বসে রয়েছেন আলাদাভাবে। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন টেট উত্তীর্ণরা।