RG Kar Hospital Incident: করুণাময়ী মেট্রো স্টেশনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ, বিক্ষোভকারীদের হটালো পুলিশ
আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝাঁঝ বাড়াতে চাইছে বিজেপি। শুক্রবার দুপুরে করুণাময়ী মেট্রোতে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝাঁঝ বাড়াতে চাইছে বিজেপি। শুক্রবার দুপুরে করুণাময়ী মেট্রোতে (Karunamoyee Metro Station) বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। তাঁদের হটাতে আসে পুলিশ বাহিনী। কার্যত টেনে হিঁচড়ে মহিলাকর্মীদের সড়ায় পুলিশ। যে কারণে মেট্রো চত্বরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিন দুপুরে করুণাময়ী থেকে সিটি সেন্টার পর্যন্ত এই কর্মসূচি হবে। তারপর সেখান থেকে রাজ্য মহিলা কমিশন দফতর ঘেরাও তালাবন্ধ কর্মসূচি চলবে। যোগ দিয়েছেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা। বিজেপি সূত্রের খবর, হাইকোর্টের অনুমতি নিয়েই চলছে এই ধর্না কর্মসূচি। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
এদিকে মহিলা কমিশনের সামনে কার্যত দূর্গ বানিয়ে রেখেছে পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তা বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ফলে মহিিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি ঘিরে চরম অশান্তির আঁচ করা যাচ্ছে। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় কয়েক সপ্তাহ ধরে ধর্না কর্মসূচি চলছে। চলতি সপ্তাহে নবান্ন অভিযান এবং তারপর বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ ঘিরেও উত্তপ্ত হয় শহরের বিভিন্ন প্রান্ত।