KMC Poll 2021: বারবার ইভিএম-র বোতামে চাপ, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত
কলকাতা পুরনির্বাচনের ভোটগ্রহণের (KMC Poll 2021) দিন একটি ভোটকেন্দ্রের ভিতরে বারবার ইভিএম (EVM)-র বোতাম টিপতে দেখা যায় এক যুবককে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে তাঁর নামে বড়তলা থানায় (Burtolla Police Station) অভিযোগ দায়ের হয়। অরবিন্দ সরণির বাসিন্দা গৌরব দাস (Gourav Das) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। বুধবার তাঁকে বিশেষ আদালতে তোলা হবে।
কলকাতা, ২২ ডিসেম্বর: কলকাতা পুরনির্বাচনের ভোটগ্রহণের (KMC Poll 2021) দিন একটি ভোটকেন্দ্রের ভিতরে বারবার ইভিএম (EVM)-র বোতাম টিপতে দেখা যায় এক যুবককে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে তাঁর নামে বড়তলা থানায় (Burtolla Police Station) অভিযোগ দায়ের হয়। অরবিন্দ সরণির বাসিন্দা গৌরব দাস (Gourav Das) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করা হচ্ছে। বুধবার তাঁকে বিশেষ আদালতে তোলা হবে।
যদিও, অভিযুক্ত যুবকের দাবি, ‘মক পোলের’ সময় তিনি বারবার ইভিএম-র বোতাম টিপে সবকিছু ঠিক আছে কিনা দেখছিলেন। ইভিএম মেশিন ঠিক আছে কি না দেখার জন্য যে পরীক্ষা করা হয়। সেই সময় ওই ভিডিয়োটি করা হয়। কোনও ছাপ্পা ভোট দেওয়া হয়নি।
আরও পড়ুন: KMC Poll 2021: বারবার ইভিএম-র বোতামে চাপ, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত
৭২ শতাংশের উপরে ভোট পেয়ে কলকাতা পুরসভা আবারও দখল করেছে তৃণমূল। ১৪৪টি কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে ১৩৪। ধারে কাছে নেই বিরোধীরা। যে ১০টি ওয়ার্ডে তৃণমূল জেতেনি, তার ৩টি গিয়েছে বিজেপি-র দখলে। ২টি করে ওয়ার্ডের দখল পেয়েছে বাম এবং কংগ্রেস। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩টি আসনে। জয়ী নির্দলদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড সংখ্যা আরও বাড়তে পারে।