দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা বজায় থাকবে অস্বস্তি, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর
আপাতত গরম থেকে রেহাই পাচ্ছেন না শহরবাসী। আগামী ৪৮ ঘণ্টা শহরে বজায় থাকবে অস্বস্তি।
২০মে, ২০১৯: আপাতত গরম থেকে রেহাই পাচ্ছেন না শহরবাসী। আগামী ৪৮ ঘণ্টা শহরে বজায় থাকবে অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলা গুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির (Rain)পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। ইতিমধ্যেই কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গড়বেতায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক জনের। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও রাতে ঝড়বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমবে।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের(Heat wave) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার শহরে বৃষ্টি হলেও তাপমাত্রার সেরকম হেরফেল হয়নি। দিনের বেলায় আর্দ্রতার কারণে অস্বস্তি রয়েছে। এই আবহাওয়াই আগামী কয়েকদিন বজায় থাকবে।