Sandeshkhali: 'তীব্র যন্ত্রণায় সন্দেশখালির মহিলারা', মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
যে সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন যাবত টানা রাজ্য রাজনীতির হাওয়া গরম সেই সন্দেশখালির নিপীড়িত মহিলাদের সঙ্গে এদিন নিজে গিয়ে কথা বললেন মহিলা কমিশনের চেয়ারপার্সন।
সোমবার সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের (National Commission For Women) চেয়ারপার্সন রেখা শর্মা (Rekha Sharma)। যে সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন যাবত টানা রাজ্য রাজনীতির হাওয়া গরম সেই সন্দেশখালির (Sandeshkhali) নিপীড়িত মহিলাদের সঙ্গে এদিন নিজে গিয়ে কথা বললেন মহিলা কমিশনের চেয়ারপার্সন। সাংবাদিকদের জানালেন, তীব্র যন্ত্রণার মধ্যে রয়েছেন সেখানকার মহিলারা। এর আগে এত যন্ত্রণা কখনও কোথাও দেখেননি বলেই উল্লেখ করেছেন তিনি।
সন্দেশখালিকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রেখার বিস্ফোরক মন্তব্য, 'আমার মনে হয় ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ্যমন্ত্রীর আসন থেকে পদত্যাগ করা উচিত। কোন পদাধিকারী না হয়ে উনি যদি এখানে আসেন তবেই এখানকার মহিলাদের কষ্ট তিনি উপলব্ধি করতে পারবেন। তার আগে নয়।
সাংবাদিকদের মুখোমুখি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন...
সন্দেশখালি থেকে ফিরে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সোজা যাবেন রাজভবন। সন্দেশখালি পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে সেখানে।