NITI Aayog: নীতি আয়োগের বৈঠকে মমতার 'মাইক বন্ধের' অভিযোগকে 'সাজানো ঘটনা' বলে কটাক্ষ অধীরের

গোটা দেশজুড়ে রাহুল গান্ধীকে নিয়ে যে বাহবা হচ্ছে, বিরোধী দলনেতা হিসাবে রাহুল যেভাবে আত্মপ্রকাশ করেছেন তাতে 'ঈর্ষা' হচ্ছে তৃণমূল দলনেত্রীর। দেশবাসী যেভাবে রাহুলের উপর ভরসা করছেন, তাঁকে নিয়ে চর্চা করছেন এটি মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছেন না।

Adhir Ranjan Chowdhury (Photo Credits: ANI)

নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা 'মাইক বন্ধের' অভিযোগকে 'মিথ্যা' বলে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পাশাপাশি তিনি এও বললেন রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনপ্রিয়তায় 'ঈর্ষান্বিত' হয়ে এইসব করে প্রচারের আলো পেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।

শনিবার তৃতীয় মোদী সরকারের সভাপতিত্বে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকের (NITI Aayog Meeting) আয়োজন করা হয়েছিল। 'বাজেটে বৈষম্যের' অভিযোগ তুলে বিরোধী জোট 'ইন্ডিয়া'র সাতজন মুখ্যমন্ত্রী নীতি আয়োগ বৈঠক বয়কট করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্ব নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন। সেই মত শনিবার সকাল সকাল রাইসিনা হিলসে পৌঁছে যান মমতা। তবে নীতি আয়োগের বৈঠক শেষ না হওয়ার আগেই বেরিয়ে এলেন তিনি। সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরলে ক্ষুব্ধ মমতা বলেন, নীতি আয়োগের বৈঠকে তাঁকে ৫ মিনিটের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়নি। উপরন্তু তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়ে। মুখ্যমন্ত্রীকে 'অসম্মান' করার অভিযোগে সরগরম বাংলার রাজ্য রাজনীতি।

কী বলছেন অধীর শুনুন... 

অন্যদিকে মমতার অভিযোগকে সম্পূর্ণ 'মিথ্যা' বলে মনে করছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর যুক্তি, নীতি আয়োগের মত একটি বৈঠকে কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হবে না এমন হতে পারে না। এই পুরো বিষয়টাকেই তিনি 'সাজানো' এবং 'নাটক' বলে মন্তব্য করেছেন। অধীরের কথায়, বৈঠকে কী কী হবে তা আগে থেকেই জানতেন মমতা। পাশাপাশি বহরমপুরের প্রাক্তন সাংসদ এও বললেন, গোটা দেশজুড়ে রাহুল গান্ধীকে নিয়ে যে বাহবা হচ্ছে, বিরোধী দলনেতা হিসাবে রাহুল যেভাবে আত্মপ্রকাশ করেছেন তাতে 'ঈর্ষা' হচ্ছে তৃণমূল দলনেত্রীর। দেশবাসী যেভাবে রাহুলের উপর ভরসা করছেন, তাঁকে নিয়ে চর্চা করছেন এটি মুখ্যমন্ত্রী মেনে নিতে পারছেন না।