Madhyamik Result 2023: প্রকাশিত মাধ্যমিকের ফল, জেলার জয়কার এবারও, দেখে নিন তালিকা
বারে মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। দ্বিতীয় হয়েছে ২ জন। শুভম পাল এবং রিফাত হাসান সরকার।
কলকাতা, ১৯ মে: শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ীই শুক্রবার সকালে ফল প্রকাশ হয় মাধ্যমিকের। এবারে মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। দ্বিতীয় হয়েছে ২ জন। শুভম পাল এবং রিফাত হাসান সরকার। তৃতীয় হয়ছে অর্ক মণ্ডল, সৌমদ্বীপ মল্লিক, মহম্মদ সরব ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, এবং অর্ঘদীপ সাহা। এবার মাধ্যমিকে চতুর্থ হয়েছে ৪ জন। সমাদৃতা সেন, অনিশ বারুই, তুহিন বেরা এবং অর্ক বন্দ্যোপাধ্যায়। পঞ্চম হয়েছে অরিজিৎ মণ্জল, শুভদ্বীপ দে, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ন পাল। সুপ্রভা আদক, শুভজিৎ দে এবং অনুশ্রেয়া দাস।
কাটোয়া, বর্ধমান এবং মালদা থেকে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয়রা উঠে এসেছে। অর্থাৎ এ বছরের মাধ্যমিকেও জেলার জয়জয়কার। চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। সেষ হয় ৪ মার্চ।