Dear Lottery Winners: কয়েক ঘণ্টায় বদলে গেল ভাগ্য, লটারি কেটে কোটিপতি দুই বন্ধু

স্থানীয়দের কথায়, সুধাংশু এবং ভীমের লটারি কাটার নেশা ছিল। টাকা জেতার সেই নেশাই এবার তাঁদের কোটিপতি বানিয়ে দিল বলে স্থানীয়রা জানান। এত টাকা দিয়ে কী করবেন জিজ্ঞেস কর

Lottery, Representational Image (Photo Credit: Pixahive)

কলকাতা, ১২ সেপ্টেম্বর: দীর্ঘ প্রত্যাশার পর মিলল ফল। নন্দীগ্রামে (Nandigram) লটারি (Lottery) কেটে কোটিপতি হলেন দুই বন্ধু। শুনতে কিছুটা অবাক লাগলেও এবার এমন ঘটনার সাক্ষী নন্দীগ্রাম। রিপোর্টে প্রকাশ, নন্দীগ্রামের ভীম কান্ডারর এবং সুধাংশু জানা একসঙ্গে লটারি (Dear Lottery Winners) কাটেন। লটারি কেটে ফলাফল মেলাতে গিয়ে চোখ কপালে ওঠে ভীম এবং সুধাংশুর। জানা যায়, লটারিতে দুজনই কোটি টাকা জিতেছেন। কোটি টাকা লটারিতে জিতে ভয় ধরে যায় দুই বন্ধুর প্রাণে। ফল বেরনোর পর তাই স্থানীয় থানায় গিয়ে আশ্রয় নেন দুজনে।

স্থানীয়দের কথায়, সুধাংশু এবং ভীমের লটারি কাটার নেশা ছিল। টাকা জেতার সেই নেশাই এবার তাঁদের কোটিপতি বানিয়ে দিল বলে স্থানীয়রা জানান। এত টাকা দিয়ে কী করবেন জিজ্ঞেস করলে, সুধাংশু এবং ভীম দুজনই পরিবারের জন্য, নিজেদের কাছের মানুষের জন্য ওই টাকা কাজে লাগাতে চান বলে জানান।

ভীম এবং সুধাংশুর আগে সম্প্রতি অরুণ গড়াই নামে আরও ব্যক্তির লটারি কেটে ভাগ্য ফেরে। অরুণ গড়াই চা বিক্রেতা থেকে বর্তমানে লটারিতে জেতা বহু টাকার মালিক বলে জানা যাচ্ছে।