West Bengal Loksabha Elections Results 2019:‘ভোটে হার মানেই পরাজয় নয়’ জয়ীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার
তিনি আশাবাদী। কারণ তিনি লড়াকু। একটি সাংসদ ছিল তাঁর। সেখানে থেকে দিল্লিতে ৩৪টি সাংসদ তিনি পাঠিয়ছিলেন।
২৩মে,২০১৯: তিনি আশাবাদী। কারণ তিনি লড়াকু। একটি সাংসদ ছিল তাঁর। সেখানে থেকে দিল্লিতে ৩৪টি সাংসদ তিনি পাঠিয়ছিলেন। এমনকী ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন তিনি। আর আগে রাজ্যে সর্বোচ্চ লোকসভা আসন বিজেপি’র ছিল দুই৷ এবার একলাফে দুই অঙ্কে পৌঁছে গিয়েছে বিজেপি(BJP)৷ তাক লাগানো উত্থান ভোট শতাংশেও৷ ধর্মীয় মেরুকরণের কৌশলকেই কাজে লাগিয়েছে বিজেপি৷ এই কারণে অপ্রত্যাশিত সাফল্য এসেছে গেরুয়া শিবিরের৷
১১ রাউন্ড ভোটগণনার শেষে পশ্চিমবঙ্গের(West Bengal) লোকসভা নির্বাচনের যে তথ্য উঠে এসেছে৷ তাতে একটি বিষয় স্পষ্ট৷ ২০১৪ সালের লোকসভা ভোট বা ২০১৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্যে একসময়, আতশকাঁচ দিয়েই খুঁজতে হত বিজেপিকে। কিন্তু এবারের লোকসভা ভোটে ফল ভাল হয়েছে তাঁদের। রাজ্যে মাত্র দুই আসনের গণ্ডি ছাড়িয়ে এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৯টি আসনে৷
ইতিমধ্যেই ভোটগণনায় যেসব নেতারা ইতিমধ্যেই জয়ের শিরোপা পেয়েছেন, সেই সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি টুইটে লেখেন, ‘ভোটে হার মানেই হার নয়৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনা শেষ হোক৷ আমরা ফল নিয়ে পর্যালোচনা করব৷ পর্যালোচনার পরই মতামত জানাব৷’