Lok Sabha Elections 2024: রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, কেশপুরে আটকানো হল বিজেপি প্রার্থী হিরণের গাড়ি
কেশপুরের বিভিন্ন এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পদ্মপ্রার্থীর গাড়ি। রাস্তাতেই আটকে পড়েন তিনি। তাঁর কনভয়ের সামনে খড় পাতা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে পথ আটকানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
কেশপুর, ২৫ মেঃ ষষ্ঠ দফায় রাজ্যের ৮ আসনে ভোট চলাকালীন বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর মিলছে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে। সকাল থেকে দফায় দফায় কেশপুর জুড়ে বিক্ষোভ চলছে। যার জেরে দীর্ঘক্ষন কেশপুর বিধানসভা এলাকাতেই আটকে রইলেন ঘাটাল (Ghatal) কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। রাজ্য পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একজোট হয়ে তাঁকে হারানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। কখনও আবার গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। হিরণের গাড়ি আটকে এদিন রাস্তায় বিক্ষোভে নামেন স্থানীয়রা। খড়, পাতা ফেলে তাতে আগুন জ্বালিয়ে চলে প্রতিবাদ। সব মিলিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
ষষ্ঠ দফায় ভোট শুরু হওয়ার পর ঘাটালের কেশপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি প্রার্থী হিরণ (Hiran Chatterjee)। কিন্তু এদিন গন্তব্যস্থলে পৌছনোর আগেই কেশপুরের বিভিন্ন এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পদ্মপ্রার্থীর গাড়ি। রাস্তাতেই আটকে পড়েন তিনি। তাঁর কনভয়ের সামনে খড় পাতা জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে পথ আটকানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
কেশপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ...
এই সব কিছুর মাঝে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হিরণ। তাঁর অভিযোগ, ভোটের আগের রাত থেকেই কেশপুর এবং আনন্দপুরে বোমাবাজি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক থেকেছে। তবে ভোট ঘিরে তৃণমূল কর্মীরা যতই বিক্ষোভ দেখাক জনতার উপর ভরসা রাখলেন অভিনেতা তথা পদ্মপ্রার্থী। বললেন, 'আমাদের ভগবান হল জনতা, ভোটাররা। তাঁদের উপর একশো শতাংশ ভরসা রয়েছে আমার। তাঁরা ঠিক জেতাবেন'। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হিরণ বললেন, 'এরা যতই চেষ্টা করুক ভোট কাটার, সারাদিন জুড়ে আমাদের ভোটাররা আমাদের ঠিক ভোট দেবে। জয়ের থেকে মোদীকে কেউ আটকাতে পারবে না'।
বিক্ষোভের মুকে আকটে হিরণের গাড়ি...