Lok Sabha Election: ফল ঘোষণার আগের দিন বাংলার দুটি লোকসভা আসনে পুনর্নির্বাচন চলছে, দেখুন
অন্য বারের তুলনায় এ বার ভোটে বাংলায় অশান্তি কম হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা: বাংলার দুটি লোকসভা আসনে আজ পুনর্নির্বাচন (Repolling) চলছে। ফল ঘোষণার আগের দিন বারাসাত লোকসভা কেন্দ্রের ১২০ দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের ১৩১ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রাজ্যে প্রায় ২৫০ বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে রবিবার বিকেলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, মাত্র দুটি আসনে পুনর্নির্বাচন হবে। আজ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দেখুন
অন্য বারের তুলনায় এ বার ভোটে বাংলায় অশান্তি কম হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী কাল ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা হবে।