Kunal Ghosh: বিজেপি শাসিত কোন রাজ্যে মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনা সামনে আসার ইস্তফা দিয়েছেন? প্রশ্ন কুণাল ঘোষের
আরজি কর ধর্ষণকাণ্ড সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে বিজেপি। এমনকী আন্দোলনকারীদের একাংশও এই দাবি জানিয়েছে।
আরজি কর (RG Kar Medical College and Hospital) ধর্ষণকাণ্ড সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি করছে বিজেপি। এমনকী আন্দোলনকারীদের একাংশও এই দাবি জানিয়েছে। কিন্তু এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অবশ্য বক্তব্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্ত স্বচ্ছভাবেই করছিলেন তাঁরা। কিন্তু মুখ্যমন্ত্রীর অজান্তেই স্থানীয় স্তরে কিছু কারছুপির কথা স্বীকার করে নিয়েছে শাসক দল। এতটা নিরপেক্ষতা থাকার পরেও বিরোধীরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে এই প্রশ্নই বুধবার তুললেন তৃণমূল কংগ্রেস নেতা (Kunal Ghosh)।
বুধবার শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতেই হবে। বিকেল গড়াতেই এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী যে পার্টি করে সেই বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাটে বিলকিস বানো, মধ্যপ্রদেশ, মণিপুর, মহিরা কুস্তিগীরদের ইস্যু, এতগুলি ধর্ষণ, খুনের ঘটনার পর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন? তাহলে এখানে বিজেপি নাটক করছে কেন? এখানে সিপিএম সরকারের সময় একটার পর একটা কেস, দিল্লিতে কংগ্রেসের শাসনকালীন নির্ভয়াকাণ্ডে শিলা দীক্ষিত ইস্তফা দিয়েছেন? এইসব ভিত্তিহীন নাটক করে কোনও লাভ নেই।
পাশাপাশি কুণালের দাবি, এই কেস এখন আমাদের হাতে নেই। বিজেপি স্বাস্থ্য দফতরের সামনে কী কারণে বিক্ষোভ করেছেন? এখন এই কেস সিবিআইয়ের হাতে রয়েছে। সিবিআই বিজেপির পছন্দের সংস্থা। তদন্ত যাতে দ্রুত হয় সেই দাবি জানিয়ে সিজিও কমপ্লেক্সের সামনে তাঁদের বিক্ষোভ করা উচিত।