Abhishek Banerjee: ''অভিষেককে ভয় পেয়ে এদের কী হাল'', তৃণমূলের সভা নিয়ে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারকে কটাক্ষ কুণালের

ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ করতে চাইছে বিপ্লব দেবের সরকার। এমনই অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

Abhishek Banerjee (Photo Credit: Twitter)

কলকাতা, ৩০ অক্টোবর: ত্রিপুরায় (Tripura) রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের তোপ দাগতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ করতে চাইছে বিপ্লব দেবের সরকার। এমনই অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'কংগ্রেসের জন্যই শক্তিশালী মোদীজি', হাত শিবিরকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে তোপ দাগতে দেখা যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল (Kunal Ghosh) ঘোষকে। কুণাল ঘোষ শনিবার একটি ট্যুইট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ''আগরতলায় পুলিশ মঞ্চ ভেঙে দেবে বলছে। অনুমতি দেওয়ার পরেও শেষ মুহূর্তে বাধা দিচ্ছে। বাহিনী নেমেছে। অভিষেককে ভয় পেয়ে এদের কী হাল। চূড়ান্ত উত্তেজনা।''

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ থেকে কেউ ত্রিপুরায় গেলে নিয়ম মেনে তাঁদের সঙ্গে করোনার নেগেেটিভ রিপোর্ট রাখতে হবে বলে জানানো হয়েছে বিপ্লব দেবের সরকারের তরফে। করোনা যেভাবে বাড়ছে, তার প্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়। বিজেপি সরকারের ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোপ দাগতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তাকে ভয় পেয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি আটকাতে চাইছে বলে পালটা আক্রমণ করা হয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলকে।