IPL Auction 2025 Live

Kolkata Air Pollution: শীতের শুরুতে কলকাতার দূষণ চরমে, রাজধানীতে দূষণের মাত্রা পাঁচশো ছুঁই ছুঁই

বাতাসের দূষণ ৫০০ একিউআই (AQI) হলে তাকে চরম পর্যায় বলে ধরা হয়।

Kolkata's Air Pollution is Also Raising (Photo Credit: X)

কলকাতা: দিল্লির বাতাসে দূষণের (Air Pollution) মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিষাক্ত বাতাস মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রাজধানীতে বাতাসের একিউআই (AQI) ৪৯৪। বাতাসের দূষণ ৫০০ একিউআই হলে তাকে চরম পর্যায় বলে ধরা হয়। ক্রমবর্ধমান দূষণের কারণে দিল্লি সরকার স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এদিকে শীতের শুরুতেই কলকাতার বাতাসও বিষাক্ত হয়ে উঠেছে। লাফিয়ে বাড়ছে দূষণ সূচক। গত কয়েক দিনে কলকাতায় বাতাসের গুণগত মানের সূচক ২০০ পেরিয়েছে। সাধারণত ১-১০০ এর মধ্যে থাকলে বাতাসকে বিশুদ্ধ বলে মনে করা হয়। এর থেকে বেশি হওয়া মানে বাতাসে দূষণ বাড়তে শুরু করে।

কলকাতার পরিবেশ দূষণ নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। দূষণ কমার কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। কলকাতা বায়ু দূষণ মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কলতায় ইতিমধ্যে জল ছড়িয়ে দূষণের মাত্রা কমানোর চেষ্টা শুরু হয়েছে।