Kolkata Weather Today: পারদ আরও কমে আজ মরসুমের শীতলতম দিন, জানুন আজ তাপমাত্রা কত

আরও নামল তাপমাত্রা। ফিরল শীত। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কেটেছে। ঘূর্ণাবর্তের ফলে বাধা পাওয়া উত্তরের হাওয়াও ফের রাজ্যে ঢুকছে।

Winter (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ ডিসেম্বর: আরও নামল তাপমাত্রা। ফিরল শীত। রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ কেটেছে। ঘূর্ণাবর্তের ফলে বাধা পাওয়া উত্তরের হাওয়াও ফের রাজ্যে ঢুকছে। ফলে শীত পড়তে শুরু করেছে বাংলায়। কলকাতায় এক লাফে পারদ নামল ২ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছিল, ডিসেম্বরের মাঝ থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। হু হু করে উত্তরে হাওয়া ঢোকায় শীত পড়ল। আগামী কয়েক দিন এই শীত থাকবে বলে হাওয়া অফিসর পূর্বাভাস।

আজ,শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পারদ আরও কমে আজ মরসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে এদিনে এক ধাক্কায় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২ ডিগ্রি। রাতের তাপমাত্রাও দ্রুত নামছে। আকাশ পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আরও পড়ুন-'আবহাওয়া বদলাতে পারে', KIFF-এ এসে 'পাঠান' বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শাহরুখ

শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, দক্ষিণ বঙ্গ। কোচবিহার থেকে কাকদ্বীপ, মালদা থেকে মেদিনীপুর- সব জায়গাতেই বেশ শীত পড়েছে। পানাগড়, বাঁকুড়ার শীত টেক্কা দিচ্ছে অনেক জায়গাকে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। পর্যটকদের মন ভরিয়ে দার্জিলিং, কালিম্পিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হাড়কাঁপানো শীত পড়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি-র বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঠান্ডা থেকে বাঁচতে। মানুষ সকাল থেকেই আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন।