Kolkata Metro: দিনভর কম চললেও রাত পর্যন্ত চালু থাকবে মেট্রো, জেনে নিন সময়সূচি

কালীপুজোর সময় যাত্রী সুবিধার্থে মেট্রোর সময়সূচি বদল করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাতে চলবে বারতি মেট্রো, সেই কারণে সারাদিন মেট্রো চললেও তার সংখ্যা অনান্যদিনের তুলনায় অনেক কম থাকবে।

কালীপুজোর সময় যাত্রী সুবিধার্থে মেট্রোর সময়সূচি বদল করল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। রাতে চলবে বারতি মেট্রো, সেই কারণে সারাদিন মেট্রো চললেও তার সংখ্যা অনান্যদিনের তুলনায় অনেক কম থাকবে। জানা যাচ্ছে, অনান্য সময়ে ২৯২টি মেট্রো চললেও বৃহস্পতিবার ১৯৮টি মেট্রো চলবে। মূলত পুজোর সময় দক্ষিনেশ্বর, কালীঘাট সহ একাধিক বড় বড় মন্দিরে ভক্তদের ভিড় হবে। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। নয়া সময়সূচি অনুযায়ী, কবি সূভাষ ও দক্ষিনেশ্বর দুই স্টেশন থেকেই ট্রেন ছাড়বে স্বাভাবিক সময়ে।

তবে রাত ৯টা ৪০ মিনিটের থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বিশেষ ৮টি মেট্রো। তবে এই সময়ের পর থেকে প্রতি ২০ মিনিট অন্তর চলবে ট্রেন। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো চলবে যথাক্রমে ১০:০০, ১০:২০, ১০:৪০ ও ১১:০০। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ৯:৪৮, ১০:০৮, ১০:২৮, ১০:৪৮ এ সময়ে ছাড়া হবে বিশেষ মেট্রো। অন্যদিকে গ্রিন লাইনে এদিন ১০৬টি মেট্রোর পরিবর্তে চলবে ৯০টি মেট্রো। সময়সূচি অপরিবর্তিত থাকবে অরেঞ্জ ও পার্পেল লাইনের ট্রেন।

মেট্রো ছাড়াও রেলে পরিষেবাতেও থাকছে বাড়তি ট্রেন। জানা যাচ্ছে, আগামী ৩১ অক্টোবর ১ নভেম্বর পর্যন্ত ৮টি অতিরিক্ত ইএমউ ট্রেন। এছাড়া বিভিন্ন লাইনে একাধিক লোকল ট্রেন থাকবে বলেও জানা গিয়েছে।