Kolkata Metro: আজ থেকে কলকাতা মেট্রোয় যেসব বড় বদল এল
করোনার ধাক্কা কিছুটা সামলে জীবনে ফিরছে কলকাতা। শহরের লাইফলাইন মেট্রোতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। আজ, সোমবার থেকে বাড়ল কলকাতা মেট্রো চলাচলের সময়সীমা। রাত ৯টা-র বদলে শেষ মেট্রো এখন রাত সাড়ে ৯টায়। বাড়ানো হল ট্রেনের সংখ্যাও।
কলকাতা, ৬ সেপ্টেম্বর: করোনার ধাক্কা কিছুটা সামলে জীবনে ফিরছে কলকাতা (Kolkata)। শহরের লাইফলাইন মেট্রোতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। আজ, সোমবার থেকে বাড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro) চলাচলের সময়সীমা। রাত ৯টা-র বদলে শেষ মেট্রো এখন রাত সাড়ে ৯টায়। বাড়ানো হল ট্রেনের সংখ্যাও। উত্তর-দক্ষিণ মেট্রোয় রোজ ২৪০টি করে পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। আজ, সোমবার থেকে তা বেড়ে হল ২৪৬টি। সোমবার থেকে শুক্রবার সকালে ও সন্ধ্যায় প্রতি ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে ১৬৭টি ট্রেন চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণশ্বরের মধ্যে।
শনিবার চলত ১৭৮টি স্পেশাল মেট্রো। তা ৬টি বাড়ানো হয়। এই ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা উঠতে পারবেন। রবিবার চলেছে ১১৬টি স্পেশাল ট্রেন। আরও পড়ুন: সিআইডি-র হাজিরা এড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
তবে এখনই টোকেন টিকিট পদ্ধতি চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্ট কার্ডেই মেট্রোয় চড়া যাবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সারণির কোনও পরিবর্তন হচ্ছে না। তবে টোকেন নিয়ে মেট্রোয় যাতায়াত বন্ধই থাকছে।