Kolkata General Post Office: পোস্ট অফিসের শৌচালয়ে লুকিয়ে সহকর্মীর ভিডিয়ো শুট, গ্রেফতার উল্টোডাঙ্গার যুবক

কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর বারবার আলোচনায় উঠে এসেছে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার বিষয়টি।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

কলকাতাঃ ফের প্রশ্নের মুখে কর্মক্ষেত্রে(Work Place) নারী নিরাপত্তা। শহরে ফের মহিলাকে হেনস্থার(Assault) অভিযোগ। পোস্ট অফিসের(Post Offiv শৌচালয়ে মহিলা সহকর্মীর গোপন ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়ল অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতার জেনারেল পোস্ট অফিস অর্থাৎ জিপিওতে( Kolkata General Post Office)। কাজের ফাঁকে ১১.৫০ নাগাদ শৌচালয়ে যান পোস্ট অফিসের এক মহিলাকর্মী। লুকিয়ে তার পিছু নেয় অভিযুক্ত ভিকি মল্লিক (৩৪)। উল্টোডাঙ্গার বাসিন্দা সে। অভিযোগ, মহিলা আধিকারিক বাথরুমে ঢোকার পর দরজার ফাঁক দিয়ে মোবাইলের সাহায্যে ভিডিয়ো করছিল ভিকি। হাতেনাতে ধরা পড়ে সে। এরপরই তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা কর্মী। অভিযোগকারীনির অভিযোগের ভিত্তিতে সহকর্মী ভিকিকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, খাস কলকাতার আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর বারবার আলোচনায় উঠে এসেছে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তার বিষয়টি। নিজের কর্মক্ষেত্রে মহিলারা নিরাপদ নন কেন? প্রশ্ন তোলেন অনেকেই। এই আবহে ফের শহরের বুকে এহেন একটি ঘটনা নারী সুরক্ষার প্রশ্নটিকে আরও জোড়াল করে তুলছে।

পোস্ট অফিসের শৌচালয়ে লুকিয়ে সহকর্মীর ভিডিয়ো শুট