Kolkata : পাক গুপ্তচরকে জেরা করে বিস্ফোরক তথ্য, হাওড়ার রেল ব্রিজ ওড়ানোর পরিকল্পনা ছিল ধৃতের
গত সপ্তাহেই কলকাতা পুলিশের এসটিএফের তরফে গ্রেফতার করা হয় ভক্ত বংশী ঝাঁ-কে
পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া ভক্ত বংশী ঝাঁ-কে জেরা করে মিলল বিস্ফোরক তথ্য। পাকিস্তান ইন্টেলিজেন্স এজেন্সীর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসটিএফের তরফে তাকে জেরা করা হলে বেশ কিছু গোপন তথ্য পাওয়া যায় তার কাছ থেকে। জানা গেছে, হাওড়ায় রেল সংলগ্ন একটি ব্রিজ ও মন্দিরে নাশকতার চক্রান্ত করছিল সে।
জেরা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবং মোবাইল থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যে নাশকতা চালানোর জন্য ইতিমধ্যেই পাকিস্তানের একজন মহিলাকে ওই ব্রিজ এবং তৎসংলগ্ন মন্দিরের ছবি পাঠিয়েছে ওই ব্যক্তি।
প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাচারে অভিযোগে বিহার থেকে ভক্ত বংশী ঝাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। দিল্লিতে একটি কুরিয়্যার সংস্থায় সে কাজ করত বলে জানা গেছে। প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং ইতিমধ্যেই দেশের বড় বড় শহরগুলি ঘুরে ফেলেছেন ওই গুপ্তচর।যা সন্দেহের মাত্রা আরও বৃদ্ধি করে।