Diwali 2024: গোটা দেশ উৎসবের মুডে, আলোর বন্যায় ভেসেছে শহর, ধনতেরাসে কলকাতার বাজারে রেকর্ড ভিড়
দিল্লি থেকে কলকাতা, মুম্বই থেকে ম্যাঙ্গালোর। বেহালা থেকে বেলগাছিয়া, টালা থেকে টালিগঞ্জ। বর্ধমান থেকে জলপাইগুডি়।
Diwali 2024: দিল্লি থেকে কলকাতা, মুম্বই থেকে ম্যাঙ্গালোর। বেহালা থেকে বেলগাছিয়া, টালা থেকে টালিগঞ্জ। বর্ধমান থেকে জলপাইগুডি়। দেশ, শহর, রাজ্যের প্রায় সব জায়গায় এখন দিওয়ালি, দীপাবলীর আলোর বন্যা। ধনতেরাসের জন্য বাজারেও বেশ ভিড়। ক বছর ধরে ধনতেরাসে মাতছে কলকাতাও। ধনতেরাসে কিছু একটা কেনার হিড়িকে হাতিবাগান থেকে গড়িয়াহাটা, বেহালা বাজারে রেকর্ড ভিড়। বড়বাজার, ধর্মতলায় ধনতেরাস, কালীপুজোর বাজি কেনার ভিড়ে পা ফেলার উপায় নেই।
আলোর উৎসব দীপাবলী, দিওয়ালির আগাম উদযাপনে মেতেছে দেশবাসী। কলকাতায় দুর্গাপুজো এখন যেমন বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে যায়, তেমনই কালীপুজোও কার্যত শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় কলকাতায় এদিনও বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেন। কলকাতার বাজির বাজার, গয়নার শো রুম আর আলোর বাজারে রেকর্ড ভিড় নজরে পড়ল।
কলকাতায় বাজি, আলোর বাজারে ভিড়
শহর কলকাতার রাস্তায়, বাড়িতে বাড়িতে আলোর মালায় সেজেছে। এই কটা দিন শহরটাকে ভারী রঙীন মায়াবী দেখায়। আলোর ঝলকানির সঙ্গে কলকাতার আকাশে আতসবাজীর রোশনাই। তবে রাত বাড়তে কিছু জায়গা, বিশেষ করে বেহালা, কসবা অঞ্চলে শব্দবাজির আওয়াজ বেশ শোনা গেল। বোঝা যাচ্ছে, এবারও শব্দবাজীহীন দিওয়ালি বা কালীপুজো কাটাতে পারবে না শহর কলকাতা।