Jharkhand-Bengal Border Reopened: ২৪ ঘণ্টার মধ্যে খুলে গেল বাংলা-ঝাড়খণ্ড সীমানা, শনি থেকে স্বচ্ছল দুই রাজ্যের যান চলাচল

১৯ নম্বর জাতীয় সড়কে জমে যায় ট্রাক, বাস, গাড়ির লম্বা লাইন। তবে শুক্রবার সন্ধ্যায় খুলে গেল বাংলা-ঝাড়খণ্ড সীমানা। একে একে শুরু হল পন্যবাহী ট্রাক চলাচল।

Jharkhand-Bengal border reopened (Photo Credits: X)

দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ ছিল বাংলা-ঝাড়খণ্ড সীমানা। যার ফলে নাকাল অবস্থা হয়েছিল পণ্যবাহী ট্রাকগুলোর। রাজ্য সরকারের নির্দেশ মত সীমানা বন্ধ থাকার ফলে ঝাড়খণ্ড থেকে বাংলাগামী সমস্ত ট্রাক আটকে দিয়েছিল পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়কে জমে যায় ট্রাক, বাস, গাড়ির লম্বা লাইন। তবে শুক্রবার সন্ধ্যায় খুলে গেল বাংলা-ঝাড়খণ্ড সীমানা। একে একে শুরু হল পন্যবাহী ট্রাক চলাচল।

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বাংলা-ঝাড়খণ্ড সীমানা বন্ধ রাখার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় সড়ক দিয়েই জল ঢুকছে। তাই তিন দিনের জন্যে ঝাড়খণ্ড সীমানা বন্ধা থাকবে। রাজ্য সরকারের নির্দেশ মত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আসানসোল-ঝাড়খণ্ড সীমানার ৫টি নাকা চেকপোস্ট রাতারাতি বন্ধ করে দেয় পুলিশ। গাড়িগুলি ঝাড়খণ্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পণ্য়বোঝাই গাড়ি নিয়ে ঢুকতে না পাড়ায় ক্ষোভে ফেটে পড়েন চালকেরা। বিক্ষোভ শুরু করেন ট্রাক চালকেরা। পরিস্থিতি সামাল দিতে প্রতিটি চেকপোস্টে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। চরম উত্তেজনা ছড়ায় চেকপোস্ট এলাকাগুলোতে। পালটা ঝাড়খণ্ডের স্থানীয় বাসিন্দারাও আটকে দেয় বাংলা থেকে আসা গাড়ি।

টানাপড়েনের মাঝে ২৪ ঘণ্টা পর খুলে দেওয়া হল বাংলা এবং ঝাড়খণ্ডের সীমানা। শুক্রবার সন্ধের পর থেকে শুরু হল যান চলাচল। ব্যবসায়ী থেকে শুরু করে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন