India vs Bharat Row: ইন্ডিয়ার পরিবর্তে ভারত, দেশের নাম বদলের জল্পনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জি ২০ সম্মেলনের নৈশভোজে বিরোধীদের আমন্ত্রণ জানাতে গিয়ে ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ লেখা হয়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
কলকাতা, ৬ সেপ্টেম্বর: ইন্ডিয়া থেকে ভারত। দেশের নাম বদল করে বিজেপি বিভ্রান্ত করতে চাইছে। দেশের নাম বদল করতে চেয়ে বিজেপি যে বিভ্রান্তি ছড়াতে চাইছে, সেদিক থেকে নজর ঘুরিয়ে মূল্যবৃদ্ধি, ধর্মের হানাহানি, সীমান্ত সমস্যা, বেকারিত্বর দিকে সবাই চোখ ঘোরান। ইন্ডিয়া থেকে ভারত নাম বদলের ক্ষেত্রে বিজেপি যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে, সেদিক থেকে যাতে নজর ঘুরিয়ে অন্য বিষয়ের উপর মন দেওয়া হয়, সে বিষয়ে ট্য়ুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ অবিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত জি ২০ সম্মেলনের নৈশভোজে বিরোধীদের আমন্ত্রণ জানাতে গিয়ে ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ লেখা হয়। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
প্রেসিডেন্ট অফ ভারতের পর মঙ্গলবার মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে প্রাইম মিনিস্টার অফ ভারত বলে তাঁকে সম্মোধন করা হয়। বিরোধীদের না জানিয়ে কেন এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি-সহ একাধিক বিরোধী দলের তরফে।