IPL Auction 2025 Live

Mamata Banerjee: ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড, কাজ না করলে ব্যবস্থা, কাউন্সিলরদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের ফিরহাদ হাকিমেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। এবার ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ এবং কলকাতা পুরসভার চেয়ারপার্সন নির্বাচিত হলেন মালা রায়।

Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৩ ডিসেম্বর:  কলকাতা পুরসভার নতুন মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বৃহস্পতিবার এক বৈঠকে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র নির্বাচনের পর কাউন্সিলরদের কার্যত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড নেওয়া হবে। যদি কেউ কাজ না করেন, তাহলে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিকে কলকাতা পুরসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফের ফিরহাদ হাকিমেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। এবার ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ এবং কলকাতা পুরসভার চেয়ারপার্সন নির্বাচিত হলেন মালা রায়।

আরও পড়ুন:  Firhad Hakim: কলকাতা পুরসভার নতুন মেয়র ফিরহাদ হাকিম, ঘোষণা মমতা বন্দ্য়োপাধ্যায়ের

এদিকে কলকাতা পুরসভার (KMC) মেয়র ঘোষণার আগের দিন রাজ্য বিজেপিতেও বড়সড় রদবদল করা হয়। বিজেপির নমহিলা মোর্চার সভাপতি পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পালকে। অন্য দিকে যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানো হয় সৌমিত্র খানকে। যা নিয়ে রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়ে যায়।