Sukanta Majumdar: শোকজ নোটিশের জবাব দিতে সময় চাইলেন সুকান্ত মজুমদার, উপ নির্বাচনের প্রচারে শেষবেলায় ঝাঁঝ বাড়াল বিজেপি

নির্বাচনী প্রচারে অশোক স্তম্ভকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-কে শো কজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন।

Sukanta Majumdar (Photo Credit: IANS/Twitter)

নতুন দিল্লি, ১১ নভেম্বর: নির্বাচনী প্রচারে অশোক স্তম্ভকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-কে শো কজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ, পুলিশের উর্দিতে থাকা অশোক স্তম্ভ নামিয়ে আনার কথা বলেছিলেন সুকান্ত। আজ, সোমবার রাত ৮টার মধ্যে সুকান্ত মজুমদারকে শো কজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কজের জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নিলেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ।

সুকান্ত বললেন, " আমি নির্বাচন কমিশনের নোটিশ পেয়েছি। অশোক স্তম্ভ নিয়ে আমার করা মন্তব্যের বিরুদ্ধে তৃণমূল কমিশনে অভিযোগ জানিয়েছিল। ইমেলের মাধ্যমে আমি নোটিশটি পাই, যাতে বলা হচ্ছে আজ রাত ৮টার মধ্যে আমায় জবাব দিতে হবে। তবে, আমি আবেদন করছি যাতে আমায় জবাব দেওয়ার জন্য আরও কিছুটা সময় দেওয়া হয়।"আজ, সোমবার সন্ধ্যায় উপ নির্বাচনের প্রচার শেষ হল। শেষদিনের প্রচারে সুকান্তকে এমন নোটিশ দেয় কমিশন।

দেখুন সুকান্ত মজুমদার কী বললেন

প্রসঙ্গত, মাদারীহাট, নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, সিতাই ও তালডাংরা- বাংলার এই ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। আরজি কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোট। উপনির্বাচন হলেও রাজ্য রাজনীতির দিক থেকে এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি প্রচারের শেষদিকে মাদারীহাট, নৈহাটি, মেদিনীপুরে বেশ আক্রমণাত্মক প্রচার করল। তিন বছর আগে জেতা মাদারীহাটের জনসভায় নিজস্ব মেজাজে বেশ কয়েকটি সভা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।