Mamata Banerjee On Chandrababu Naidu: জেলে যাওয়া চন্দ্রবাবুর পাশে মমতা, গ্রেফতারিতে প্রতিশোধ দেখছেন দিদি

লোকসভা ভোটের আগে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটের বাড়িতে চন্দ্রবাবু নাইডু( Photo Credit-ANI)

কলকাতা, ১১ সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu) র গ্রেফতারি নিয়ে তোলপাড় দক্ষিণের রাজনীতি। লোকসভা ভোটের আগে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গত রবিবার ভোরে স্কিল ডেভলপমেন্টে দুর্নীতির অভিযোগে চন্দ্রবাবু নায়ড়ুকে গ্রেফতার করে অন্ধ্র সরকারের সিআইডি। সোমবার এই ইস্যুতে নবান্নে মমতা বললেন," চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করার বিষয়টা আমার একেবারেই পছন্দ হয়নি। যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে আলোচনা ও সঠিক তদন্ত হওয়া উচিত ছিল। রাজনৈতিক প্রতিশোধের ওপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করা ঠিক নয়।"

প্রসঙ্গত, বিরোধীদের INDIA জোটে যোগ দেননি চন্দ্রবাবু নাইডু। বরং বিজেপির দিকেই হাত বাড়িয়ে রেখেছেন টিডিপি প্রধান। চন্দ্রবাবুর প্রধান বিরোধী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও এনডিএ-তে না থাকলেও বরাবরই বিজেপির বড় বন্ধু। তবে অতীতে মমতার সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী জোটে যোগ দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। ২০১৯ লোকসভা ভোটে মমতাদের বিরোধী জোটে ছিলেন চন্দ্রবাবু। অতীতে কালীঘাটে মমতার বাড়িতে এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করে গিয়েছেন টিডিপি প্রধান। আরও পড়ুন- মাঝ আকাশে পোষ্যের খাঁচা খুলে বিমান যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, মামলা দায়ের মহিলার বিরুদ্ধে

দেখুন ভিডিয়ো

তবে অন্ধ্র রাজনীতিতে সুবিধার জন্য পরবর্তীকালে বিজেপি বিরোধী থেকে সরে এসে জগনকে হারাতে দিল্লির সাহায্য পেতে মোদীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান নাইডু। তবে তাঁর গ্রেফতারির পর রাজনীতিতে আবার নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা। চন্দ্রবাবুকে ইন্ডিয়া জোটে আনতে তাঁর পাশে থাকার বার্তা মমতা দিলেন কি না সেটাই দেখার।