Hooghly: সাইকেল 'চোর' সন্দেহে গণপিটুনি, হুগলিতে মৃত্যু ৪৫ বছরের প্রৌঢ়ের

শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে সাহাগঞ্জের ডানলপ এস্টেটের ভিতরের মাঠ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

হুগলি, ২৭ মেঃ সাইকেল চুরির সন্দেহে পিটিয়ে খুন করা হল এক প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) সাহাগঞ্জে। সাইকেল চোর সন্দেহে গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি। মারের চোটে মৃত্যু হয়েছে ৪৫ বছরের গোরখ দাসের। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে সাহাগঞ্জের ডানলপ এস্টেটের ভিতরের মাঠ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

এই ঘটনাকে কেন্দ্র করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোরখ দাস খুনে গ্রেফতার হওয়া অভিযুক্তের নান ব্রিজেন দাস। মগরার বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুরের কাজ করতেন মৃত গোরখ দাস। নিজের পরিবার নিয়ে ডানলপের কোয়াটারে থাকতেন তিনি। শুক্রবার তাঁর এক প্রতিবেশীর সাইকেল চুরি যায়। আর সেই চুরির অভিযোগ এসে পড়ে গোরখের উপর। 'চোর' সন্দেহ করে তাঁকে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন মিলে বেধড়ক মারেন। গণপিটুনিতে গোরখের মৃত্যু হয়েছে বলেই অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।