Mandarmani: মন্দারমণিতে হোটেল ব্যবসার ভবিষ্যত কী? বড় নির্দেশ এল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে
মন্দারমণিতে সমুদ্রের কাছে তৈরি হওয়া ১৪০ টি হোটেলকে ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর প্রশাসন। সেই মতো চলতি সপ্তাহের প্রথম দিকেই ভেঙে ফেলা হয়ে যেত ওই হোটেলগুলি।
মন্দারমণিতে (Mandarmani) সমুদ্রের কাছে তৈরি হওয়া ১৪০ টি হোটেলকে ভাঙার জন্য নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর প্রশাসন। সেই মতো চলতি সপ্তাহের প্রথম দিকেই ভেঙে ফেলা হয়ে যেত ওই হোটেলগুলি। কিন্তু হোটেল মালিকদের সংগঠন এই নির্দেশিকা আসার পরেই তাঁরা হাইকোর্টে আবেদন করেন। শুক্রবার ছিল এই মামলার শুনানি। আর এই শুনানিতেই বড়সড় স্বস্তি মিলল মালিকপক্ষের। বিচারপতি অমৃতা সিনহা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত মন্দামণিতে হোটেল ও রেস্তোরাঁ ভাঙার ওপর নির্দেশিকা জারি করেছে। আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত কোনও রেস্তোরাঁ বা হোটেল ভাঙা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত।
এদিন বিচারপতি হোটেল মালিকদের প্রশ্ন করেন, তাঁদের কাছে আদৌ এই নিয়ে কোনও রক্ষাকবচ আছে কিনা। সেটি না থাকায় হোটেলগুলি ভেঙে ফেলার ওপর স্থগিতাদেশ করা হয়। যদিও ১৩ ডিসেম্বরের পর কী হতে চলে তা এখনই বোঝা যাচ্ছে না।