Harinalaya: পর্যটকদের জন্য খুলে দেওয়া হল কলকাতার মিনি চিড়িয়াখানা হরিণালয়া

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ও প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানার পরে এটাই হল কলকাতার দ্বিতীয় মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে বড়দের দিতে হবে ৫০ টাকা আর পাঁচ বছরের বড় শিশুদের দিতে হবে ৩০ টাকা।

Photo Credits: ANI

কলকাতা: ফের সুখবর এল কলকাতা  (Kolkata) তথা পশ্চিমবঙ্গের (West Bengal) চিড়িয়াখানা (Zoo) প্রেমীদের কাছে।  নতুন একটি ছোট চিড়িয়াখানা (mini zoo) খুলে গেল নিউটাউনের (New town) রাজারহাটে (Rajarhat)। যার নামকরণ করা হয়েছে হরিণালয়া (Harinalaya)।

১৩ একর জমির চারিদিকেই সবুজে ঘেরা। যা সহজেই মন কেড়ে নেবে আট থেকে আশির। সবুজের মাঝে আলাদা আলাদা এনক্লোজার করে দেওয়া হয়েছে পাখি, জেব্রা, জিরাফ, হরিণ ও কুমির-সহ বিভিন্ন পশুপাখির।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ও প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানার পরে এটাই হল কলকাতার দ্বিতীয় মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে বড়দের দিতে হবে ৫০ টাকা আর পাঁচ বছরের বড় শিশুদের দিতে হবে ৩০ টাকা।

এপ্রসঙ্গে হরিণালয়ার চিড়িয়াখানা আধিকারিক বিবেক ওঝা বলেন, আমরা চিড়িয়াখানার মধ্যে প্ল্যাস্টিক নিয়ে ঢুকতে দিচ্ছি না। পাশাপাশি ভেতরে প্রতিটি কোণে আমাদের নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে রয়েছেন পর্যটকদের সাহায্য করার জন্য। চিড়িয়াখানার প্রতিটি কোণে সিসিটিভিও লাগানো হয়েছে। পর্যটকদের সংখ্য়া এখানে ধীরে ধীরে ভালোই বাড়ছে।