Gold Smuggling: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি কোটি মূল্যের সোনা পাচারের ছক বানচাল BSF জওয়ানের
ব্যক্তির কোমরে বাধা কাপড়ের বেল্টের মধ্যে থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ।
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি কোটি টাকার সোনা চোরাচালানের চেষ্টা। সীমান্তে কর্তব্যরত বিএসএফ (BSF) জওয়ানের কাছে হাতেনাতে ধরা পড়ল এক পাচারকারী ব্যক্তি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬.৭ কেজি সোনা। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ২৩ লক্ষ। গোপনসূত্রে খবর পেয়ে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে নজরদারি বাড়িয়েছিল জওয়ানেরা। শনিবার রাত ১১টা নাগাদ এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ঘাবড়ে যান ওই ব্যক্তি। আর তখনই তাঁকে তল্লাশি চালানো হয়। ব্যক্তির কোমরে বাধা কাপড়ের বেল্টের মধ্যে থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ।
জানা গিয়েছে, ওই সোনা চোরাচালানকারীর নাম আজর মণ্ডল। বয়স ২৭। উত্তর ২৪ পরগণার রাজকোলের বাসিন্দা। ধৃত যুবক জানিয়েছে, সে অত্যন্ত দরিদ্র। ফুল চাষ করে সংসার চালায়। পেটের দায়ে বিগত মাস ছয় ধরে সীমান্তে সোনা পাচারের সঙ্গে যুক্ত হয়েছেন। ধৃত পাচারকারী এবং বাজেয়াপ্ত হওয়া সোনা কলকাতার শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী যা পদক্ষেপ সেখানেই হবে।