Durga Puja 2024: মাঝে আর কটা দিন, শ্রীভূমির মণ্ডপে এল ঠাকুর, পুজোর বাজারে বাড়ছে ভিড়,

মাঝে আর মাত্র কটা দিন। মহাষষ্ঠী ৯ অক্টোবর। তার আগে পুজোর আবহে আস্তে আস্তে ঢুকে পড়ছে শহর কলকাতা। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঢুকে পড়ল ঠাকুর।

Goddess Durga Arrives at Lake Town's Sreebhumi Sporting Club. (Photo Credits: X@@Sourav_3294)

কলকাতা, ২২ সেপ্টেম্বর: মা আসছেন। মাঝে আর মাত্র কটা দিন। মহাষষ্ঠী ৯ অক্টোবর। তার আগে পুজোর আবহে আস্তে আস্তে ঢুকে পড়ছে শহর কলকাতা। লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঢুকে পড়ল ঠাকুর। রবিবার দুপুর থেকেই গড়িয়াহাট, বেহালা, রাসবিহারীর মত বাজারে ভিড় চোখে পড়ল। হকাররা বলছেন, আগের মত এবার পুজোর বাজারে সেই ভিড়টা একেবারেই নেই, তবে এবার কিছুটা হলেও মানুষ আসতে শুরু করেছেন। অনলাইনে জামাকাপড় কেনার হিড়িকটা শপিং মলে বিক্রিতে সরাসরি প্রভাব পড়েছে গত কয়েকটা বছর ধরেই। এবারও সেটা বজায় থাকল।

বর্ষার পর শহরের রাস্তার বেহাল দশাও ধীরে ধীরে ঠিক হচ্ছে। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি রাস্তা মেরামতির কাজ করে ফেলেছে পুরসভা। বেহালা, খিদিরপুর অঞ্চলে বেশ কিছু অঞ্চলে রাস্তা সারানোর কাজ চলছে। পুজোর আগে একেবারে বদলে যাবে কলকাতার রূপ। এমন উদ্যোগের কথা জানিয়েছে কলকাতা পুরসভা।

শ্রীভূমির মণ্ডপে দুর্গাপ্রতিমা 

একডালিয়া এভারগ্রিন থেকে সিংহী পার্ক, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী-তে মণ্ডপ তৈরির কাজ চলছে জোর কদমে। বেহালা, খিদিরপুরের বড় পুজোর মণ্ডপের কাজ শেষের দিকে।

দুর্গাপুজো ২০২৪-র দিনক্ষণ এবং সূচি:

মহালয়া: ২ অক্টোবর

মহাষষ্ঠী: ৯ অক্টোবর

মহাসপ্তমী: ১০ অক্টোবর

মহাষ্টমী: ১১ অক্টোবর

মহানবমী: ১২ অক্টোবর

বিজয়া দশমী: ১৩ অক্টোবর