Ghatal Flood: এভাবেই হয়তো পুজো কাটবে, বন্যা বিধ্বস্ত ঘাটালবাসীদের মুখে উঠছে না দু'মুঠো অন্নও
পুজোর আনন্দ তাঁদের কাছে এখন স্বপ্ন। বাস্তবজীবনে তাঁদের এখন একটাই লক্ষ্য সেটা হল দুবেলা খাবার ও পানীয় জল। আর সেই খোঁজেই এলাকার পর এলাকা ঘুরে বেড়াচ্ছে বন্যা বিধ্বস্ত ঘাটালের (Ghatal) মানুষজনেরা। গত কয়েকদিন আগে ডিভিসির জল ছাড়ার কারণে ঘাটাল এখন জলমগ্ন। যে এলাকার বাসিন্দারা কয়েকদিন আগেও পুজোর প্রস্তুতি নিচ্ছিল, সেখানে এখন হাহাকার অবস্থা। এই বন্যায় দুই মেদিনীপুরের মধ্যে র ঘাটালের অবস্থায় সবচেয়ে শোচনীয়। ঘাটাল থানা, সেচ দফতরের অফিস কার্যত জলের তলায়। বুক সমান জলে ভাসছে নীচু এলাকাগুলি। ইতিমধ্যেই এনডিআরএফ, এসডিআরএফের সদস্যরা উদ্ধারকাজ চালু করেছে। তবে এখনও অনেক মানুষ বন্যার কারণে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে বলে খবর।
শনিবার সকালে বন্যাবিধ্বস্ত এলাকার এক বাসিন্দার অভিযোগ, ত্রাণ দূরের এলাকাগুলিতে দিচ্ছে। জল পেরিয়ে সেই জায়গাগুলিতে যেতে না যেতেই সব শেষ হয়ে যাচ্ছে। যেতে পারছি না তাই কোনওকিছুই পাচ্ছি না। এভাবেই হয়তো আমাদের পুজো কাটবে। ঠাকুর দেখতে পাবো কি পাবো না জানি না। জল আনতে হচ্ছে রাস্তা থেকে। সেটাও সবসময় নেওয়া যাচ্ছে না।
যদিও এই বন্যাকবলিত এলাকাগুলি ইতিমধ্যেই পরিদর্শন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই লোকসভা কেন্দ্রের সাংসদ দেব কোথায়? তিনি নিজের কেন্দ্রের পরিদর্শন করার বদলে বর্তমানে আসানসোলে রয়েছেন ঘাটালের সাংসদ। সেখানে আগামী ছবি খাদানের জন্য জোরকদমে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। অবশ্য সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেব অবশ্য ঘাটাল নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। জানিয়েছেন ফোনের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।